adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্যালারিতে ইরানি সুন্দরীকে নিয়ে মজেছে টুইটার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে মাঠে উপস্থিত হয়ে ইরান দলের হয়ে গলা ফাটাচ্ছিলেন এই সুন্দরী। পরনে ইরানের সাদা জার্সি। আর তেরঙ্গা পতাকার সাজে ফ্রক। কাঁধে ছিল সবুজ জামা। বাদামী চুল। আর গালে পতাকার সাজে সবুজ ও লাল রঙ।

নাম না জানা এই তরুণীর পাশে উপস্থিত ছিলেন তার সঙ্গী। তার নজরকাড়া সৌন্দর্যেই নয় শুধু অনেকে অবাক হয়েছেন আরেকটি কারণেও। তার হাত নাড়া অবস্থায় যেই ছবিটি তোলা হয়েছে, সেটির সৌন্দর্য নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। কিন্তু অনেকেই বিস্মিত হয়েছেন তার গলায় ঝোলানো আইডি কার্ড দেখে। আইডি কার্ডে তার যেই ছবিটি দেওয়া সেখানে দেখা যাচ্ছে তিনি একেবারে কালো বোরখা পরা, হিজাব দেওয়া। শুধু চেহারা দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইনানুসারেই তিনি ওভাবে ছবি তুলেছেন।

বার্তাসংস্থা পিটিআই লিখেছে, অনেক টুইটার ব্যবহারকারী দুই ছবির তারতম্য বা পার্থক্যের বিষয়টি তুলে ধরে বিস্ময় প্রকাশ করেছেন।

মূলত স্থানীয় একটি সংবাদ মাধ্যম স্পোর্টস আরইউ স্টেডিয়ামে হাত নাড়ানো অবস্থায় ওই ললনার ছবি প্রকাশ করে। এরপরই তাকে নিয়ে হাজার হাজার পোস্ট লেখা হয় টুইটারে। একজন তার আইডি কার্ডের ছবি ও তার বাস্তব চেহারার মধ্যে পার্থক্যের দিকে ইঙ্গিত করে লিখেছেন, এটি হলো সেই সময় যখন ইরানিয়ান মেয়েরা ইরানের বাইরে আসতে পারে।
এই তরুণী ও চিত্রগ্রাহকের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তারপরও তার প্রেমে পড়তে অনেকে আপত্তি দেখছে না। তার ওই ছবি টুইটারে হাজার হাজার রি-টুইট, লাইক ও মন্তব্য পেয়েছে। -পিটিআই

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া