adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে দু’শতাধিক কেন্দ্র দখল, তবুও জয়ের আশা বিএনপির

ডেস্ক রিপাের্ট : নানা অনিয়ম, গ্রেফতার,গুম সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দু’শতাধিক কেন্দ্র দখলের অভিযোগ থাকলেও জয়ের প্রত্যাশায় বিএনপি।

দুপুর ২টায় নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার হাসিনা মার্কা নির্বাচন করে গণমানুষের ভোটের অধিকারকে শুধু ক্ষুণ্ণ করছে, জনমানুষ থেকে দূরে সরে যাচ্ছে।

এসময় তিনি গাজিপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়মের কিছু খন্ডচিত্র তুলে ধরে বলেন, পুলিশ বিভিন্ন কেন্দ্রে গিয়ে বলছে গণমাধ্যমকে কেন্দ্রে ঢুকতে দেয়া হবে না। গণগ্রেফতার, কেন্দ্র দখল ও ধানের শীষ প্রতীকের এজেন্ট বের করে দিয়ে চলছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। কেন্দ্রে যাওয়ার পথে ডিবি পুলিশ ধানের শীষের এজেন্ট ও কেন্দ্র কমিটির সদস্যদের গণহারে গ্রেফতার করছে। সকাল ৬টা থেকেই শুরু হয় পুলিশের এই গণগ্রেফতার।

তিনি আরো বলেন, গতকাল দিবাগত রাত ৮ টায় ২ নং ওয়ার্ড কাশিমপুর ইউনিয়নের পানি শাইল এলাকায় সাভার পৌরসভার আওয়ামীলীগ দলীয় মেয়র আব্দুল গণি ২ শতাধিক বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে সেখানে অবস্থান নিয়েছে। মুন্সিপাড়া ন্যাশনাল প্রিন্টিং প্রেসে সারারাত ব্যালট পেপার ছাপিয়ে আওয়ামী সন্ত্রাসীরা সেগুলো নিয়ে বিভিন্ন কেন্দ্রে গিয়েছে।

শতাধিক কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দেয়া হয়েছে অভিযোগ করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

গাজিপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়মের আরও কিছু খন্ডচিত্র তুলে ধরেন রিজভী। যা নিচে তুলে ধরা হলো।

গতকাল গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজ উদ্দিনকে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। সে এখন কোথায় আছে তা নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী। ১৯ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন এর বাড়ীতে লাঠিসোটা নিয়ে হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। মুন্সীপাড়ার মামুন বেপারীর বাড়ী তছনছ করা হয়েছে। হাড়িনালের মামুনের এবং শ্রমিক নেতা নজরুল ইসলামের বাড়ীতেও হামলা চালিয়ে তছনছ করেছে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা। ছোট দেওরা পশ্চিম এলাকার ইকবাল হোসেন, সামন্তপুর কেন্দ্রের প্রধান নির্বাচনী এজেন্ট আমির হোসেন, কাশিমপুর পানি শাইলের সাইফূল, টঙ্গীর আমতলীর আব্দুল আলী, মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রের প্রধান এজেন্ট মুন্না, গাছা ৩২ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।

পূবাইল বিন্দাইন ৪২ নং ওয়ার্ড বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পূবাইল বিন্দাইন ৪২ নং ওয়ার্ড বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জাকির হোসেন সরকারকে ব্যাপক মারধর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জয়দেবপুর শহীদ স্মৃতি হাইস্কুলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভোট কেন্দ্র ভাংচুর ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেছে আওয়ামী সন্ত্রাসীরা।

সাড়ে ১১টা পর্যন্ত যে সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে ব্যালটে সীল মারা হচ্ছে। কেন্দ্র নং ওয়ার্ড নম্বর ভোটকেন্দ্রের নম্বর ও নাম এবং অবস্থান ভোট কক্ষের (বুথের) সংখ্যা-

১৪ বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়

১১৩ ১৭ মোঘরখাল জামেয়া আরাবিয়া নূরীয়া আলহাজ্ব মকবুল আহমেদ মাদ্রাসা-১, বাসন। ৬

১৩৩ ২১ বিপ্রবর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিপ্রবর্থা। ৭

১৩৭ ২১ জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোলারপাড়। ৯ (অস্থায়ী বুথ-১)

১৩৮ ২১ মিরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরের গাঁও। ৬ (অস্থায়ী বুথ-১)

২০৪ ৩০ ফাইজদ্দিন-কছিমদ্দিন ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, জয়দেবপুর। ৫

২১৩ ৩২ বসুরা মক্তব মাদ্রাসা, (কাদির হাজীর বাড়ীর মসজিদ সংলগ্ন) গাছা। ৭ (অস্থায়ী ৫)

২২০ ৩৪ তাকবিয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা,শরিফপুর । ৬

২২১ ৩৪ অনন্ত মডেল কিন্ডার গার্টেন-২ ৫

২২২ ৩৪ শরিফপুর জিয়াশখান উচ্চ বিদ্যালয়, শরিফপুর । ৪

২২৪ ৩৪ অনন্ত মডেল কিন্ডার গার্টেন-১(হেলাল), শরীফপুর। ৬

২২৫ ৩৪ হাজী ফাইজ উদ্দীন পাবলিক স্কুল, ছয়দানা। ৮

২২৬ ৩৪ আব্দুর রহমান মেমোরিয়াল স্কুল, ছয়দানা ৮

৩৪ নং ওয়ার্ডে ৭ টি ভোট কেন্দ্রের ধানের শীষের প্রার্থীর সকল এজেন্টদের বের করে দিয়েছে।

৩৫ নং ওয়ার্ডের মোট ১০টি কেন্দ্রের মধ্যে অন্ততঃ ৮ টি কেন্দ্র থেকে ধানের শীষের সকল এজেন্টকে বের করে দিয়ে নৌকা প্রতীকে গণহারে সীল মারছে। এই ওয়ার্ডের কলমেশ্বর কেন্দ্রের ধানের শীষের এজেন্ট জাহাঙ্গির, শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট মোতাহারকে গ্রেফতার করেছে।

২৩৭ ৩৬ ইছর সঃ প্রাঃ বিদ্যালয়, ইছর গাছা। ৭

৩৬ নং ওয়ার্ডের ৫টি কেন্দ্রের ধানের শীষের ৪১ জন এজে›ট্টকে বের করে দিয়ে নৌকা প্রতীকে সীল মারছে।

২৪২ ৩৭ চান্দরা রহমানিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসা, চান্দরা, গাছা। ৮

২৪৪ ৩৭ কুনিয়া হাজী আঃ লতিফ সরঃ প্রাঃ বিদ্যাঃ-২, কুনিয়াপাছর, গাছা। ৭ (অস্থায়ী-১)

২৪৫ ৩৭ মির্জা ইব্রাহিম মেমোরিয়াল হাই স্কুল-০১, গাছা। ৭

২৪৬ ৩৭ মির্জা ইব্রাহিম মেমোরিয়াল হাই স্কুল-০২, গাছা। ৭

২৪৭ ৩৭ কুনিয়া শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার উচ্চ বিদ্যালয়-১, গাছা। ৫

২৪৮ ৩৭ কুনিয়া শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার উচ্চ বিদ্যালয়-২, গাছা। ৫

২৫০ ৩৭ আয়েত আলী উদয়ন একাডেমী-২, কুনিয়াপাছর, তারগাছ, গাছা। ৬ (অস্থায়ী-১)

২৫৩ ৩৮ ল্যাংগুয়েজ উচ্চ বিদ্যালয়, খাইলকুর (বগারটেক) ৬

৩৮ নং ওয়ার্ডে ৭ টি কেন্দ্রের ধানের শীষের সকল এজে›ট্টকে বের করে দিয়ে নৌকা প্রতীকে সীল মারছে। বাদশা মিয়া স্কুল কেন্দ্রে পুলিশের লাঠিচার্জে ১০/১২ জন আহত হয়েছে।

২৬৮ ৪১ পূবাইল রহমানিয়া সিনিয়র মাদ্রাসা, পূবাইল। ৬

২৭২ ৪১ পূবাইল আর্দশ বিশ্ববিদ্যালয় কলেজ, পূবাইল। ৮

২৭৩ ৪১ খিলগাঁও সরঃ প্রাঃ বিদ্যালয়, পূবাইল। ৫ (অস্থায়ী কক্ষ ০১)

৪২ নং ওয়ার্ডে কেন্দ্র দখল করতে গেলে ধানের শীষে পক্ষে ভোটারদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিচার্জ এবং গুলি বর্ষণ করে। এতে ১৮/২০ জন গুরুতর আহত হয় এবং জাকির হোসেন সরকার গুলিবিদ্ধ হয়ে মুমুর্ষ অবস্থায় ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডাঃ মিজান, আনোয়ার হোসেনকে ঐ ঘটনাকে কেন্দ্র গ্রেফতার করেছে।

২৯৮ ৪৪ টংগী কিন্ডারগার্ডেন, গোপালপুর, টংগী। ৯ (অস্থায়ী বুথ-১ টি)

৩১৬ ৪৬ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও, ট্গংী। ৫

৩৪৬ ৪৮ অথেনটিক স্কুল, দত্তপাড়া, টঙ্গী। ৫

৩৫০ ৪৯ জাগরনী উচ্চ বিদ্যালয়, এরশাদ নগর, টংগী ৬

৩৫১ ৪৯ রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরশাদ নগর,টংগী। ৬

৩৫২ ৪৯ টি,ডি, এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়-১,পাকা বিল্ডিং এরশাদ নগর, টংগী ৮

৩৫৩ ৪৯ টি, ডি, এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়-২ টিন শেড বিল্ডিং এরশাদ নগর, টংগী ৮

৩৫৫ ৪৯ মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়- ১ উত্তর পাশ, এরশাদ নগর, টঙ্গী। ৮

৩৫৬ ৪৯ মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়- ২

পূর্ব পাশ, এরশাদ নগর, টঙ্গী। ১০

৩৫৭ ৪৯ বীর মুক্তিযাদ্ধা শহীদ আহসান-উল্লাহ মাষ্টার স্কুল এন্ড কলেজ-১, পশ্চিম পাশের টিন শেড বিল্ডিং। ৬

৩৫৮ ৪৯ বীর মুক্তিযাদ্ধা শহীদ আহসান-উল্লাহ মাষ্টার স্কুল এন্ড কলেজ-২, দক্ষিন পাশের টিন শেড বিল্ডিং। ৯

৩৬২ ৫০ মেধা বিকাশ আইডিয়াল স্কুল, পশ্চিম গাজীপুরা, টঙ্গী। ৬ (অস্থায়ী-৩)

৩৬৩ ৫০ শিরিয়া হোসেন পাবলিক স্কুল, পশ্চিম গাজীপুরা, টঙ্গী। ৬

৩৬৪ ৫০ মোহাম্মদ আলী সিকদার একাডেমী, গাজীপুরা, টঙ্গী ৭ (অস্থায়ী-৩)

৩৬৫ ৫০ হাজী আলমাছ আলী উচ্চ বিদ্যালয় (চানকির টেক), টঙ্গী। ৪

৩৬৭ ৫১ সাতাইশ স্কুল এন্ড কলেজ-১, তিন তালা ভবন সাতইশ, টঙ্গী। ৮

৩৬৮ ৫১ সাতাইশ স্কুল এন্ড কলেজ-২, পশ্চিম পাশ ভবন সাতাইশ, টঙ্গী। ৮

৩৮৫ ৫৩ দিনদার মন্ডল আইডিয়াল স্কুল, বড় দেওড়া ৭ (অস্থায়ী-২)

৪১০ ৫৬ আলহাজ চান্দু গাজী বিদ্যানিকেতন, গাজীবাড়ী, টঙ্গী। ৫

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া