adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পায়ে রাইফেল! শুরুর আগেই বিশ্বকাপে বিতর্ক

স্পাের্টস ডেস্ক : বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ১১ দিন৷ সবুজ গালিচায় বল গড়ানোর আগেই ব্রিটিশ ফুটবলারকে নিয়ে বিতর্ক তুঙ্গে৷ বিশ্বকাপ অভিযান শুরুর আগে অভিনব একটি ট্যাটু করেছেন ইংল্যান্ডের রহিম স্টারলিং৷ ডান-পায়ের নীচের অংশে অ্যাসল্ট রাইফেলের-এর ট্যাটু করিয়েছেন ব্রিটিশ ফরোয়র্ড৷ সেই ট্যাটু নিয়েই শুরু হয়েছে জোর চর্চা৷ অনেকেই বলছেন এই বিতর্কিত ট্যাটুর জন্য বিশ্বকাপ থেকে বরখাস্ত করা হোক স্টারলিংকে৷

রাইফেলের ট্যটু দেখে ফুটবল দুনিয়ার বেশিরভাগ মানুষই ভুল ব্যাখা করেছেন৷ তাই নিজের এই ট্যাটুর অর্থ বুঝিয়ে দিয়েছেন স্টারলিং৷ জামাইকায় বংশভূত ফুটবলার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘ছোটবেলা থেকেই তিনি বন্দুক ছোঁবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন!’ ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের দেশের ফুটবলারের এই কঠিন প্রতিজ্ঞার পিছনে লুকিয়ে রয়েছে মর্মান্তিক কাহিনী৷

স্টারলিংয়ের বয়স যখন ২ বছর, তখন তাঁর বাবা বন্দুকের গুলিতে মারা যান৷ এরপরই বন্দুক না ছোঁয়ার কথা মাথায় আসে তাঁর৷ মনে গভীর বেদনা থেকেই ডানপায়ে রাইফেলের ছবি আঁকিয়েছেন বলে ব্যখা দিয়েছেন ব্রিটিশ ফরোয়ার্ড৷ ট্যাটু বিতর্কে দলের সতীর্থ ও কোচ সাউথগেটকে পাশে পেয়েছেন স্টারলিং৷ ব্রিটিশ কোচ জানিয়েছেন, ‘প্রত্যেক ট্যাটুর পিছনে একটি গল্প থাকে৷ স্টারলিংয়ের ক্ষেত্রেও একটা কাহিনী রয়েছে৷ তাই ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত৷’ -কলকাতা টােয়েন্টি ফাের

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া