adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব থাকায় স্পিন আরও জোরালো হল : মুরালীধরন

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ‘টু ইন ওয়ান’। তিনি দলে থাকা মানে সহজেই একজন বোলার কিংবা একজন বাড়তি ব্যাটসম্যান সুযোগ। এই সুবিধা পাবে বলে এবার সানরাইজার্স হায়দরাবাদও সাকিবকে নিতে পারায় স্বস্তি অনুভব করছে। দলটির বোলিং কোচ লঙ্কান কিংবদন্তী মুত্তিয়াহ মুরালিধরন স্বীকার করছেন, অলরাউন্ডার সাকিব থাকায় পাওয়ার প্লে আর ডেথ ওভার নিয়ে বাড়তি দুশ্চিন্তা থাকবে না তাদের।

এর আগে মুস্তাফিজুর রহমান চমক দেখিয়েছেন। তবে গতবার মুস্তাফিজ চোটের কারণে বাইরে ছিলেন বলে সানরাইজার্সের বোলিং আক্রমণ মূলত ভুবনেশ্বর কুমার আর রশিদ খানের উপরই নির্ভরশীল ছিল। এবার মুস্তাফিজ দল পাল্টে মুম্বাই ইন্ডিয়ান্সে। হায়দরাবাদ শিবিরে ভুবনেশ্বর আর রশিদ খানের সঙ্গে যোগ হয়েছেন সাকিব, বিলি স্ট্যানলেক, ক্রিস জর্ডানরা।

রশিদ খানের সঙ্গে সাকিব থাকায় স্পিন আক্রমণটা এবার আরও জোরালো হয়েছে, মনে করছেন মুরালি। সাকিব অলরাউন্ডার হওয়ায় সহজেই দুজন স্পিনার একাদশে রাখা সম্ভব হবে, এটা ভেবে স্বস্তি পাচ্ছেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি, ‘এবার স্পষ্ট করেই বলা যায়, আমরা দুজন স্পিনার খেলাতে পারব। কেননা সাকিব আল হাসান এমনিতে অলরাউন্ডার।’

সাকিব আর রশিদকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে পাওয়ার প্লে আর ডেথ ওভারের কঠিন চ্যালেঞ্জ উৎরানো যাবে, মনে করছেন মুরালি। তিনি বলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হলো, সাকিব পাওয়ার প্লে আর ডেথ ওভারে ভালো বল করতে পারবে। রশিদ খানও গত মৌসুমে আমাদের উইকেটশিকারি বোলার ছিল। সম্ভবত আমরা পাওয়ার প্লে আর ডেথ ওভারে তাদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া