adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রিমিয়ার লিগের বোলিংয়ে সেরা মাশরাফি, ব্যাটিংয়ে শান্ত

স্পাের্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরের পর্দা নামল আজ। বৃহস্পতিবার লেজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে আবাহনী লিমিটেড। ডিপিএলে এবারের মৌসুমের সেরা বোলার আবাহনী লিমিটেডের হয়ে খেলা ওয়ানডে ফরম্যাটে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। আর ব্যাটিংয়ে সেরা নাজমুল হোসেন শান্ত। তিনিও খেলেছেন আবাহনী লিমিটেডের হয়ে।

১৬ ম্যাচ খেলে মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন ৩৯টি উইকেট। এক ম্যাচে তিনি হ্যাটট্রিকও করেছিলেন। ডিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারের রেকর্ড এখন মাশরাফি বিন মুর্তজার দখলে। ৩৫টি উইকেট শিকার করে এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আবু হায়দার রনি।

অন্যদিকে, নাজমুল হোসেন শান্ত ১৬ ম্যাচ খেলে চারটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিতে করেছেন ১৪৯ রান। ৭৪৪ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন আবাহনী লিমিটেডের ওপেনার এনামুল হক বিজয়। তিনি দুইটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। তৃতীয় অবস্থানে আছেন লেজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। ১৬ ম্যাচ খেলে ৭২০ রান করেছেন তিনি। নাঈম ইসলাম একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি করেছেন।

ডিপিএলে সেরা পাঁচ ব্যাটসম্যান

১. নাজমুল হোসেন শান্ত (আবাহনী লিমিটেড)-৭৪৯ রান।

২. এনামুল হক বিজয় (আবাহনী লিমিটেড)-৭৪৪ রান।

৩. নাঈম ইসলাম (লেজেন্ডস অব ‍রূপগঞ্জ)-৭২০ রান।

৪. ফজলে মাহমুদ (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)-৭০৮ রান।

৫. মোহাম্মদ আশরাফুল (কলাবাগান ক্রীড়া চক্র)-৬৬৫ রান।

ডিপিএলে সেরা পাঁচ বোলার

১. মাশরাফি বিন মুর্তজা (আবাহনী লিমিটেড)-২৯টি উইকেট

২. আসিফ হাসান (লেজেন্ডস অব রূপগঞ্জ)-২৯টি উইকেট।

৩. মোহাম্মদ শহীদ (লেজেন্ডস অব রূপগঞ্জ)-২৯টি উইকেট।

৪. ফরহাদ রেজা (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)-২৯টি উইকেট।

৫. কাজী অনিক (মোহামেডান স্পোর্টিং ক্লাব)-২৮টি উইকেট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া