adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১১ জনের কারাদণ্ড

imagesকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের র‌্যাব ক্যাম্পের সামনে হোটেল প্রাইমে অসামাজিক কাজ করার অপরাধে আবাসিক হোটেল মালিক, দুই নারীসহ ১১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 
শুক্রবার দুপুরে কুষ্টিয়ার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহমেদ এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- হোটেল প্রাইমের মালিক শহরের মজমপুর এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম লিটন(৩২), নারী দেহ ব্যবসায়ী বাহাদুরপুর রাজবাড়ী এলাকার বাবুল হোসেনের স্ত্রী রেনু (২৫), মাদারীপুর জেলার মকছেদপুর উপজেলার শাহাজাহানপুর গ্রামের মৃত শাহাজাহান আলীর মেয়ে লাবনী (৩২), খরিদ্দার পাবনার গাছপাড়া গ্রামের বারেক হোসেনের ছেলে রাসেল (২৫), একই এলাকার মৃত ইন্তাজ প্রামাণিকের ছেলে হান্নান (২৫), সদর উপজেলার হরিণায়নপুর এলাকার শামসুদ্দিনের ছেলে শাহাজাহান (২৮), ঝাউদিয়া এলাকার মৃত একব্বর মন্ডলের ছেলে হাসান (২৮), লাহিনী এলাকার শফির ছেলে দাউদ (৩২), দহকোলার নোয়াপাড়া এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে রশিদুল (২৫) ও পশ্চিম মজমপুর এলাকার নজরুলের ছেলে বিপুল (২৭)। আদালত সুত্রে জানা যায়, শুক্রবার সকালে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহরের র‌্যাব ক্যাম্পের সামনে হোটেল প্রাইমে অসামাজিক কাজ চলছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ রহমান সঙ্গীয় ফোর্সসহ হোটেলে অভিযান চালিয়ে হোটেল মালিক, দুই দেহ ব্যবসায়ী নারীসহ ১১ জনকে আটক করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহমেদের নিকট সকলের অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও হোটেল প্রাইম সিলগালা করে দেন। দীর্ঘ দিন ধরে ওই হোটেলে অসামাজিক কাজ চলে আসছিল বলে স্থানীয়রা জানিয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া