adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট পাগল ছিলেন শ্রীদেবী

এল আর বাদল : ভারতজুড়ে এখন চলছে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর শোকগাঁথা। শ্রীদেবীর হঠাৎ মৃত্যুকে অনেকেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী শ্রীদেবীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার বলেন, ‘ভীষণ, ভীষণ কষ্টের খবর। সকালে ঘুম থেকে উঠে যখন এই মৃত্যুসংবাদ শুনলাম, কষ্টে মনটা ভেঙে গেল। আমার মনের অবস্থাটা ঠিক কী রকম হয়েছিল এখন বুঝাতে পারব না। শ্রীদেবীর পরিবার এবং ওর সব ভক্তদের সমবেদনা জানাচ্ছি। উনি সারা জীবন ধরে আমাদের জন্য যা করেছেন, সেটা চিরকাল মনে থাকবে।’

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘মাত্র ৫৪ বছর বয়সে চলে যেতে হল। এর থেকে কষ্টদায়ক ঘটনা আর কী হতে পারে। মাস দু’য়েক আগেই আমার সঙ্গে শ্রীদেবীর সাক্ষাৎ হয়েছিল। এখনও সে স্মৃতি উজ্জ্বল হয়ে আছে।’

শ্রীদেবী ও বনি কাপুরের (শ্রীদেবীর স্বামী) তার খুব ভাল সম্পর্ক ছিল বলে জানান গাঙ্গুলী। তিনি বলেন, সিনেমার পাশাপাশি ক্রিকেটের প্রতিও তার দারুণ আগ্রহ ছিল। ক্রিকেট নিয়ে শ্রীদেবীর এতোটা মাতামাতি করার পেছনে বনি কাপুরেরও হয়তো কিছুটা অবদান রয়েছে। কারণ বনি নিজেই ক্রিকেট পাগল মানুষ। গত বছর সৌরভের জনপ্রিয় টিভি শো ‘দাদাগিরি’ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন বলিউডের প্রথম নারী সুপারস্টার হিসেবে খ্যাত শ্রীদেবী।

গাঙ্গুলি বলেন, ‘খবরটা শুনে চমকে গিয়েছিলাম। কয়েক মাস আগেই আমার টিভি শো-তে দেখা হয়েছিল তার সঙ্গে। বিশ্বাসই করতে পারছি না, আর শ্রীদেবীর এই অকাল মৃত্যু ভারতীয় সিনেমার জন্য খুবই দুর্ভাগ্যজনক। তবে আমি মনে করি সিনেমার মধ্য দিয়েই বেঁচে থাকবেন তিনি। আমি তার প্রায় সব ছবিই দেখেছি। ঋষি কাপুরের সঙ্গে চাঁদনি, কমল হাসানের বিপরীতে সদমা, এ সবের কোনও তুলনা হয় না। আর ইংলিশ-ভিংলিশ ছবিটি এক কথায় অসাধারণ।’
– আনন্দবাজার পত্রিকা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া