adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়েন্দা নির্দেশে প্রথমআলো-ডেইলি স্টারে বিজ্ঞাপন বন্ধ : আল জাজিরা

aljajira-300x300ডেভিড বার্গম্যান : বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নির্দেশে  বাংলাদেশের দুই শীর্ষ পত্রিকা প্রথমআলো ও ডেইলি স্টার থেকে বড় বড় কোম্পানিগুলো বিজ্ঞাপন  প্রত্যাহার করে নিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক এ সংবাদমাধ্যম তাদের অনলাইন সংস্করণে এ সংবাদ প্রকাশ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ‘বিদেশি মালিকানাধিন প্রতিষ্ঠান দাবি করেছে, গত ১৫ আগস্ট পার্বত্য চট্রগ্রামে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৫ সন্ত্রাসী নিহত হওয়ার ঘটনা পরেরদিন (১৬আগস্ট) প্রথম আলো ও ডেইলি স্টারে প্রকাশিত হয়। যেখানে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত উপজাতি সন্ত্রাসীদের ‘আদিবাসী’ বলে উল্লেখ করা হয়। এ সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ওই দিনেই সেনাবাহিনী পত্রিকা দুটির সাথে যোগাযোগ করে নিহত সন্ত্রাসীদের ‘আদিবাসী’ হিসেবে উল্লেখ করার জন্য কঠোর সমালোচনা করে।’ এ ঘটনার প্রেক্ষিতে ডিজিএফআই কর্মকর্তা এ পত্রিকা দুটিতে বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেয় বলে সূত্র অভিযোগ করে।
সূত্র আল জাজিরাকে আরও জনায়, ‘১৬ আগস্ট এ সংবাদ প্রকাশের  পরের দিন থেকেই সেনা কর্মকর্তাদের নির্দেশে ওই পত্রিকা দুটি থেকে বিজ্ঞাপন প্রত্যাহার করে নেয়। এতে দৈনিক ৫ লাখ কপি বিক্রি হওয়া বাংলাদেশের সর্বাধিক পঠিত এ পত্রিকা ৩৫ শতাংশ বিজ্ঞাপন আয় থেকে ক্ষতিগ্রস্ত হয় এবং সহযোগী ইংরেজি পত্রিকা ডেইলি স্টারও ২৫ শতাংশ বিজ্ঞাপন আয় থেকে বঞ্চিত হয়।’
বিজ্ঞাপন প্রতিষ্ঠান ‘টপ অব মাইন্ড’ এর নির্বাহী কর্মকর্তা জিয়া উদ্দিন আদিল জানান, ‘এ নির্দেশনার পর থেকে বিগত মাসগুলোতে এ দুটি পত্রিকা কমপক্ষে ১.২ মিলিয়ন মার্কিন ডলারের সমমান টাকার আয় থেকে বঞ্চিত হয়।
সূত্র আরও জানায়, ‘১৬ আগস্ট ওই সংবাদ প্রকাশের দিন বাংলাদেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণ ফোনকে ডিজিএফআই এ কর্মরত এক সেনা কর্মকর্তা ফোন দিয়ে এ দুই সংবাদপত্রে বিজ্ঞাপন বন্ধের জন্য নির্দেশ দেন।’
গ্রামীণ ফোনের বড় অংশীদার নরওয়ে কোম্পানি টেলিনর আল জাজিরাকে এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গ্রামীণফোনসহ অন্যান্য বড় কয়েকটি প্রতিষ্ঠানেও অনুরূপভাবে এ দুটি পত্রিকায় বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।’
আল জাজিরা দাবি করেছে, ‘তারা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত হয়েছে যে, বিদেশি মালিকানাধিন বড় তিন মোবাইল কোম্পাানি রবি, বাংলালিংক এবং এয়ারটেলসহ বহুজাতিক কোম্পানি ইউনিলিভারকেও একইভাবে বিজ্ঞাপন বন্ধের নির্দেশ  দেয়া হয়েছে।’
ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনাম নিশ্চিত করে জানান, ‘অধিকাংশ বড় বড় কোম্পানি হঠাত করেই আমাদের পত্রিকায় বিজ্ঞাপন বন্ধ করে দেয়।’ কিন্তু কেন এ বিজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে কথা বলতে চাননি তিনি।
তিনি বলেন, ‘অস্বাভাবিকভাবেই আমাদের বিজ্ঞাপন প্রত্যাহার করে  নেয়া হয়েছে। বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোর নীতিমালার কোন পরিবর্তন ছাড়াই সম্পূর্ণ নজীরবিহীনভাবে এটা করা হয়েছে। আমরা এর জন্য বিস্মিত হয়েছি এবং এর সম্ভাব্য কারণও খুঁজে বের করার চেষ্টা করছি।’ তবে প্রথমআলো এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিজিএফআইএর কর্মকর্মারা বলছেন, বাংলাদেশের আইন অনুযায়ী বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে কোম্পানিগুলোর পছন্দের উপর হস্তক্ষেপ করার অধিকার সরকার বা সেনাবাহিনীর নেই।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল এসব বিষয় অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। এটা ডাহা মিথ্যা। সরকার সংবাদপত্র ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে। তাদের এ ধরনের কোন নির্দেশনা দেয়া হয়নি।’
তিনি বলেন, ডিজিএফআই এমন একটি সংস্থা যা কেবল প্রতিরক্ষা ক্ষেত্রেই কাজ করে থাকে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের নিয়ে এই সংস্থা গঠিত। শাকিল বলেন, সাধারণ মানুষ বা মিডিয়ার সাথে কাজ করার মতো অন্যকোন কাজ তাদের নেই। আমি যতদূর জানি তাদের এ ব্যাপারে কোন নির্দেশনাও দেয়া হয় নি।
তিনি আরও উল্লেখ করেন, ‘১৬ আগস্টের পর প্রথম আলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যদি এটা সত্য হতো  তাহলে কিভাবে এটা সম্ভব হত?
ডিজিএফআই এর ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা কর্নেল সাম্মি ফিরোজও এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি যতদূর জানি এ বিষয়ে কোন নির্দেশনা দেয়া হয়নি। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা কেবল আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করে থাকি।’ এটা শুধুমাত্র একটা গুজব ছাড়া কিছুই না বলে জানান তিনি।
গ্রামীণ ফোনের সিনিয়র ম্যানেজার আল জাজিরাকে জানান, ‘এ অবস্থা সম্পর্কে বিশেষ কিছু জানাতে পারব না। ডিজিএফআই কর্মকর্তা আমাদের বলেছেন, আমরা প্রথম আলো এবং ডেইলি স্টারে আর কোন বিজ্ঞাপন দেখতে চাই না।  যদি এ আদেশ অমান্য করা হয় তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, মৌখিকভাবে এ সতর্ক করা হয়েছে। গ্রামীণফোন এর কারণ বলতে পারবে না। আমরা এতটুকুই বলব, যে উপর থেকে নির্দেশ আছে।’
তিনি আরও জানান, গ্রামীণ ফোন নতুন একটি প্রচারণা শুরু করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরা খুব তাড়াতাড়ি প্রথম আলোতে বিজ্ঞাপন দেয়ার চিন্তাভাবনা করছি।
সংবাদ মাধ্যমের বিজ্ঞাপন সংস্থা মাইন্ড শেয়ার এর নির্বাহী কর্মকর্তা মোরশেদ আলম নিশ্চিত করে জানান, ‘১৬ আগস্ট রবি, এয়ারটেল এবং ইউনিলিভারের পক্ষ থেকে এ দুই পত্রিকায় বিজ্ঞাপন দিতে নিষেধ করা হয়েছে। অনিবার্য পরিস্থিতিতে গ্রাহকরা আমাদের জানিয়েছে যে, আমরা যেন প্রথম আলো ও ডেইলি স্টারে বিজ্ঞাপন বন্ধ করে দেয়।’
টপ অব মাইন্ড এর নির্বাহী কর্মকর্তা আদিল বলেন, ‘দেশের দ্বিতীয় বৃহত্তর মোবাইল ফোন কোম্পানি বাংলালিংক তাদের এ দুই কোম্পানিতে বিজ্ঞাপন না দেয়ার জন্য বলেছে। ১৬ আগস্টের সন্ধ্যা থেকে এ দুটি পত্রিকার কোনটিতেই বিজ্ঞাপন দিতে নিষেধ করা হয়েছে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া