adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতার ছবিতে এবার জাহিদ হাসান

ZAHIDবিনোদন ডেস্ক : অভিনয়ের খাতিরে অভিনেতা-অভিনেত্রীদের মাঝেমধ্যেই দেশের সীমানা পেরোতে হয়। যোগ্যতা থাকলে সুযোগ মেলে অন্য দেশের ছবিতে কাজ করার। সেই সুবাদে কলকাতার অনেক অভিনেতা-অভিনেত্রীই বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। আবার বাংলাদেশের অনেক অভিনেতা-অভিনেত্রীই কলকাতার বাংলা ছবিতে অভিনয় করেছেন।

এবার সেই তালিকায় নাম উঠতে চলেছে দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের। শোনা যাচ্ছে, খুব শিগগিরই কলকাতার একটি ছবিতে অভিনয় করবেন তিনি। রবিবার একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ‘আরমান ভাই’ খ্যাত এ অভিনেতা।

ছবিটির নাম ‘সিতারা’। ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। পরিচালনার চেয়ারে থাকবেন আশীষ রায়। ছবিটি বাংলা ও তেলেগু ভাষায় তৈরি হবে বলে জানান অভিনেতা জাহিদ হাসান।

তিনি বলেন, ‘মাস দুয়েক আগে কলকাতা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। শুরুর দিকে ফোন করে এবং পরে এসএমএস পাঠায়। যে উপন্যাসটি নিয়ে ছবিটি নির্মাণ করা হবে সেটি আমি পড়েছি। আমার তো খুব ভালো লেগে যায়। তারপর তারা আমাকে স্ক্রিপ্ট পাঠায়। স্ক্রিপ্ট পড়েই সবকিছু চূড়ান্ত করেছি। চুক্তিও হয়ে গেছে। ছবিটিতে আমি ‘দিলু’চরিত্রে অভিনয় করব।’

ছবিতে জাহিদ হাসানের বিপরীতে নায়িকা কে থাকবেন সে বিষয়টি অবশ্য গোপন রাখেন তিনি। বলেন ‘এ বিষয়ে এখন কিছুই বলতে চাচ্ছি না।’ তবে ছবির শুটিং বিষয়ে অভিনেতা বলেন, ‘পরিচালকের কাছ থেকে শুনেছি, দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার ভারত অংশে এই ছবির শুটিং হবে। নভেম্বরের শেষে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু কিছুদিন আগের বন্যার কারণে সেখানে এখন শুটিং করার পরিবেশ নেই। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরু হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এনিয়ে আমি খানিকটা চিন্তিত।’

এদিকে আগামী ১ ডিসেম্বরে মুক্তি পাচ্ছে জাহিদ হাসানের জীবন ও জীবিকা নির্ভর গল্পে নির্মিত ছবি ‘হালদা’। এতে তিনি খল চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ। এতে জাহিদ হাসানের সহশিল্পীরা হলেন নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, শাহেদ আলী ও রুনা খান প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া