adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে আজ বিপিএলের পর্দা উঠছে

B P Lস্পাের্টস ডেস্ক :  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অনিন্দ্য সুন্দর এ স্টেডিয়ামে এবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরু হচ্ছে চার ছক্কার দামামা। প্রকৃতির কোলে শনিবার বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে স্বাগতিক সিলেট সিক্সার্সের লড়াই দিয়ে শুরু হবে এ টুর্নামেন্ট। খেলাটি শুরু হবে দুপুর ২টায়। একই দিনে মাঠে নামবে গতবারের রানার্স আপ রাজশাহী কিংসও। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের লড়াই সন্ধ্যা ৭টায়।
.
আগের সব আসর থেকে এবার মাঠে প্রতিদ্বন্দ্বিতার আভাস একটু বেশি পাওয়া যাচ্ছে। কারণ এবারই প্রথম বেশ বড় সর তারকারা থাকছেন বিপিএলে। অন্যান্য বছর সীমিত সময়ের জন্য থাকলেও এবার পুরো টুর্নামেন্টই খেলছেন ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। জস বাটলার, অ্যাঞ্জেলো ম্যাথুস, রাইলি রুশো, কাইল অ্যাবট, বাব আজমরা প্রথম বারের মতো আসছেন বিপিএলে। সুনীল নারিন, থিসারা পেরেরা, ড্যারেন সামি, এভিন লুইস, কাইরন পোলার্ড, লুক রাইট, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, শোয়েব মালিক, মোহাম্মদ নবি, রশিদ খান, কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমিরদের মতো বড় তারকারা আছেন এ আসরে। ছিলেন অস্ট্রেলিয়ান অল রাউন্ডার শেন ওয়াটসনও। কিন্তু ইনজুরির কারণে আসতে পারছেন না। এ অস্ট্রেলিয়ান আসলে টুর্নামেন্টের জৌলুশ আরও বাড়ত।

তবে শুরুতেই পাকিস্তানি ক্রিকেটারদের পাচ্ছেনা ফ্র্যাঞ্চাইজি দলগুলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর আয়োজনে দেশটিতে শুরু হচ্ছে ন্যাশনাল টি-টুয়েন্টি কাপ। ১১ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ফলে শনিবার থেকে শুরু হতে যাওয়া বিপিএলে বেশিরভাগ ম্যাচই খেলতে পারবেন না তারা। একমাত্র শহীদ আফ্রিদিই পারবেন বিপিএলের সব ম্যাচ খেলতে। সাথে অবসর নেওয়া আর দু একজন। পুরো সময় জুড়ে থাকছেন অবসর নেওয়া মোহাম্মদ সামি ও মিসবাহ উল হক। তবে ১৭ নভেম্বরের পর ছাড়পত্র পাবেন পাকিস্তানি ক্রিকেটাররা। সেখানেই ঘটছে বিপত্তি। কারণ উইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা করছে পিসিবি। আর তা হলে কপাল পুড়তে পারে ১৯ পাকিস্তানি ক্রিকেটারের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া