adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজেপিকে ভারত থেকে বিদায় করবই : মমতা

MOMOTAআন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে ক্ষমতা দখল নয়, বিজেপিকে ‘তাড়ানোর’ জন্য তিনি অক্সিজেন জোগাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার নজরুল মঞ্চের দলীয় সভায় তিনি বলেন, ‘‘আমার দলের বদনাম করার জন্য আগামী দিনে ভারত থেকে বিজেপিকে বিদায় করবই। দিল্লির ক্ষমতায় যেতে চাই না। তবে বিজেপি যাতে বিদায় নেয়, সে ব্যাপারে ভূমিকা নিতে চাই। বাংলাই বিজেপিকে তাড়াতে অক্সিজেন জোগাবে।’’
ক্ষমতায় আসার কিছুদিন পর থেকেই সারদা, নারদ-কাণ্ডে যেভাবে তৃণমূলের একের পর এক নেতার নাম জড়িয়েছে, তাতে মুখ্যমন্ত্রী যে বিব্রত, এ দিন তাঁর বক্তৃতায় তার আভাস মিলেছে। কিন্তু সবটাই রাজনৈতিক ভাবে মোকাবিলা করার পথে যেতে চান তিনি। সে জন্য কর্মীদের কাছে বলেছেন, ‘‘তৃণমূল তৈরি থাকলে আমি যে কোনও লড়াইয়ের জন্য প্রস্তুত। বাংলা তৈরি থাকলে সারা দেশকে দেখাতে পারব লড়াই কী ভাবে করা যায়।’’
সারদা-নারদকাণ্ডে তৃণমূল নেতা-মন্ত্রীদের জড়িয়ে দেওয়ার পিছনে বিজেপির রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে এ দিনও বারবার অভিযোগ করেছেন মমতা। বিজেপির বিরুদ্ধে দুর্নীতির আঙুল তুলে পাল্টা প্রশ্ন করেন, ‘‘কালো টাকা ফিরিয়ে দেবে বলেছিল, তা ফেরাতে পারল না। তা হলে তদন্ত হবে না কেন? সারদা-নারদায় কিছু নেই। ওরা (বিজেপি) তো সব সারদা-নারদের বড় দাদা!’’ মমতার কটাক্ষ, ‘‘এখন মিত্রোঁ শুনলেই লোকে ভয় পায়!’’
বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেত্রীর অভিযোগ, ‘‘দেশে কোটি কোটি কালো টাকার খেলা চলছে। কাউকে ঘুষ দেওয়া হচ্ছে, কাউকে তদন্তকারী সংস্থার ভয় দেখানো হচ্ছে। ওদের(বিজেপি) একমাত্র লক্ষ্য দেশে আর সব রাজনৈতিক দলকে শেষ করে দেওয়া। শুধু দাঙ্গাকারী বিজেপি যেন বেঁচে থাকে।’’
এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি এক হয়ে চক্রান্ত চালায় বলেও মমতার অভিযোগ। তিনি বলেন, ‘‘ওরা যে ভাবে সবাইকে ভয় দেখাচ্ছে, তাতে যেন ভাবছে গলায় মণিহার পরে  বসে আছে। ক্ষমতায় যখন থাকবে  না, তখন এই মণিহার বিষময় হার হয়ে ঝুলবে!’’
সূত্র: আনন্দবাজার

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া