adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্সেলোনা হামলার সেই গাড়িচালক পুলিশের গুলিতে নিহত

BARSAআন্তর্জাতিক ডেস্ক : স্পেনের বার্সেলোনায় পথচারীদের ওপর গাড়ি তুলে হামলা চালানো সেই গাড়িচালক ইউনুস আবু ইয়াকুব পুলিশের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বার্সেলোনা থেকে দূরে একটি গ্রামে তল্লাশি চলাকালে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

স্পেনিশ পুলিশ আবুইয়াকুবকে ওই ঘটনার প্রধান সন্দেভাজন হিসেবে খুঁজছিল বলে খবরে বলা হয়।  

বার্সেলোনার লাস র‍্যামব্লাসে গত ১৭ আগস্ট পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে হামলার ঘটনায় প্রায় ১৩ জন নিহত হন।  

এরপর ওই ভ্যান চালকের খোঁজে ইউরোপজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে স্পেন।

সোমবার বার্সেলোনা থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে সুবিরাতস নামে একটি গ্রামে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে পুলিশের গুলিতে বার্সেলোনার হামলাকারী আবুইয়াকুব নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ২২ বছর বয়সী আবুইয়াকুব মরক্কোর নাগরিক।

জানা যায়, অভিযানের সময় আবু ইয়াকুবের শরীরে সুইসাইড ভেস্ট পরা ছিল। পুলিশও জানিয়েছে, তারা আবু ইয়াকুবের শরীর থেকে সুইসাইড ভেস্ট সরিয়েছে। তবে সেটি আসল নাকি নকল তা নিশ্চিত করেনি পুলিশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া