adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কের টানাপোড়েন

CUBAআন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা কিউবার সাথে আমেরিকার সম্পর্কের টানাপোড়েন কেটে যায় ২০১৫ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে। তবে ডোনাল্ড ট্রাম্প যুগে সেই সম্পর্কে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেটা কিনা এক রহস্যময় কারণে।

বিবিসির খবর, ওয়াশিংটনে অবস্থানরত দুইজন কিউবান কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। আর তার কারণ হিসেবে হাভানাতে থাকা কয়েকজন মার্কিন দূতাবাস কর্মকর্তার রহস্যময় শারীরিক সমস্যার কথা বলা হচ্ছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুরেট বলছেন, ২০১৬ সালে শেষ দিকে কিউবায় থাকা কয়েকজন মার্কিন দূতাবাসের কর্মকর্তা কানে কম শুনতে থাকেন। তাদেরকে তখন জোর করেই দেশে ফিরিয়ে আনে যুক্তরাষ্ট্র।

মার্কিন মুখপাত্র সংবাদ সংস্থা এপি'কে এর কারণ হিসেবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। 
তবে এজন্য তারা কিউবার গোয়েন্দা সংস্থাকে সন্দেহ করছে। তাদের ধারণা, এমন কোনো যন্ত্র সেইসব কর্মকর্তার বাসায় বা কর্মস্থলের কাছাকাছি ব্যবহার করেছিল যার কারণে তাদের এমন শ্রবণ সমস্যা দেখা দিতে পারে। সন্দেহ করা হচ্ছে, সেসব যন্ত্রের সাহায্যে উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ প্রবাহ হয়ে এমন শারীরিক সমস্যা সৃষ্টি করেছে।

মিজ নুরেট আরও জানান, যদিও সেসব সমস্যা প্রাণঘাতী নয়, তবু মার্কিন কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। আর এই বিষয়টিকে যুক্তরাষ্ট্র সরকার অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করছে।

তবে, ওয়াশিংটনে অবস্থানরত দুই কূটনীতিকের বহিষ্কারের বিষয়ে এখন পর্যন্ত কিউবা সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া