adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ চীন সাগরে তেল উত্তোলনে ভিয়েতনাম, ফুঁসছে চীন

CHINআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগর থেকে তেল উত্তোলন করছে ভিয়েতনামের তেল উত্তোলনকারী জাহাজ। ভিয়েতনামভিত্তিক আন্তর্জাতিক ফার্ম টালিসমান চুক্তির ভিত্তিতে দেশটির দক্ষিণ-পূর্ব তীরে তেল উত্তোলনের কাজ শুরু করেছে। সাগরটিতে ভৌগোলিকভাবে  ব্রুনাই, চীন, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের অধিকার প্রতিষ্ঠিত।  

যদিও দক্ষিণ চীন সাগরের প্রাকৃতিক সম্পদের আধার এই অঞ্চলটিসহ মোটামুটি পুরো সাগরের ওপরই চীন তাদের কর্তৃত্ব দাবি করে থাকে। আর ভিয়েতনামের এ কার্যক্রমে ভেতরে ভেতরে ফুঁসে উঠছে চীন। আর এর নমুনা হল, সম্প্রতি চীনের মহাপরিচালকের  ভিয়েতনাম সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরা।

সিঙ্গাপুরভিত্তিক তেল কোম্পানি মোয়েস অ্যান্ড কো. জানায় তাদের উত্তোলনকারী জাহাজ ডিপসি মেট্রো আই ২১ জুন থেকে ভিয়েতনাম তীরের ৪০০ কিলোমিটার দূরে তেল উত্তোলনের কাজ শুরু করেছে।

আরেক তেল উত্তোলনকারী কোম্পানি বিবিসিকে জানিয়েছে, চীনকে অসন্তুষ্ট করতে চায়নি বলে গত তিন বছর থেকে তাদের উত্তোলনের আবেদন নাকচ করা হচ্ছিল। তবে বর্তমানের এই উদ্যোগ দেখে মনে হচ্ছে ভিয়েতনাম সরকার সে বিষয় নিয়ে আর মাথা ঘামাচ্ছে না।

সূত্র: বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া