adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় গণমাধ্যমের শিরোনাম নিয়ে ক্রিকেটাঙ্গণে তোলপাড়

EBELAক্রীড়া প্রতিবেদক : ভারতের গণমাধ্যমের শিরোনাম দেখলে মনে হবে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেটীয় বন্ধুত্বে ফাটল ধরতে যাচ্ছে। কিন্তু তাদের তথ্য পরিবেশনায় কোনো প্রকার ত্রুটি নেই। কিন্তু পরিবেশিত তথ্যের সঙ্গে শিরোনামের কোনো সামঞ্জস্য নেই। ভারতের একটি অনলাইন নিউজ পোর্টাল ‘এবেলা’ শিরোনাম করেছে ‘ভারতের সঙ্গে ওয়ানডে খেলতে চায় না বাংলাদেশ’। এই শিরোনাম নিয়ে বিতর্ক চলছে দেশের ক্রিকেটাঙ্গণে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক আর সাবেক ক্রিকেটাররা বলেছেন, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেট সংক্রান্ত সংবাদের শিরোনাম করার ক্ষেত্রে  আরেকটু সজাগ হওয়া উচিত। তারা শিরোনাম করতে পারতো এই বলে, ‘ব্যস্ত সিডিউলের কারণে ভারতে আসছে না বাংলাদেশ’। তা না করে বিতর্কিত শিরোনাম করলে ভুল বোঝাবুঝি হতে পারে দুই দেশের ক্রিকেটের মধ্যে।
‘এবেলা’র পরিবেশিত তথ্য থেকে শিরোনাম কতটা অসঙ্গতিপূর্ণ সেটা তুলে ধরা হল–
ভারত বনাম বাংলাদেশ ম্যাচ মানেই বাইশ গজে উত্তেজনা। তবে ব্যস্ত সূচির কারণে ভারতের মাটিতে একদিনের সিরিজ খেলতে রাজি নয় বাংলাদেশ। দু’মাস পর অক্টোবরে, দক্ষিণ আফ্রিকা সফরের পর বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বিসিবি। সেই কারণেই ভারতে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবে না বাংলাদেশ। বিসিসিআই আগেই এই টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলো বাংলাদেশকে। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ভারতে আসতে পারবেন না তারা।
জানা গেছে, আগামী অক্টোবরে বিসিসিআইয়ের পরিকল্পনায় ছিল বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার। তবে ওই সময় ব্যস্ত থাকবেন মাশরাফি-মুশফিকরা। সেই কারণে ভারতের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বিসিসিআই-য়ের থেকে আমাদের কাছে একটি প্রস্তাব এসেছে। দুর্ভাগ্যবশত সিরিজের জন্য পর্যাপ্ত সময় আমাদের হাতে নেই। বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা থেকে ২৮ অক্টোবর দেশে ফিরবে। তবে ভারতীয় বোর্ড ২৮ তারিখের আগে টুর্নামেন্ট শুরু করতে চাইছে। তাই সম্ভব হচ্ছে না এই সিরিজে খেলা। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিপিএল রয়েছে। সেটার তারিখ পরিবর্তন করলে গোটা সফরসূচি ওলোটপালট হয়ে যাবে। তাই ভারত যদি সময় পরিবর্তন না করে, তাহলে ত্রিদেশীয় সিরিজে খেলা আমাদের পক্ষে সম্ভব নয়।
প্রসঙ্গত, অক্টোবর মাসের ২৯ তারিখে দ্বিতীয় টি-২০ ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর। দেশে ফিরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেবেন সেই দেশের ক্রিকেটাররা। ৪ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে বিপিএল-এর পঞ্চম আসর। চলবে গোটা নভেম্বর মাস জুড়ে। তাই ভারতীয় বোর্ডের আমন্ত্রণ সত্ত্বেও সময়সূচি না মেলার কারণেই ভারতে আসতে পারবেন না সাকিব-মুস্তাফিজুররা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া