adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে লড়াই জমিয়ে দিল শ্রীলঙ্কা

India-v-Sri-Lankaস্পাের্টস ডেস্ক : ম্যাচের আগে সমীকরণটা ছিল ঠিক এমন; ভারত জিতলে পৌঁছে যাবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, আসর থেকে বিদায় নিতে হবে শ্রীলঙ্কাকে। ম্যাচের পর সমীকরণটা দাঁড়ালো-ভারত, শ্রীলঙ্কা দুই দলের সামনে এখন সেমিফাইনালের হাতছানি যেমন, তেমনি আবার বাদ পড়ার শঙ্কাও। একই অবস্থায় পড়তে হলো বি-গ্রুপের অপর দুই দল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকেও। কারণ, বৃহস্পতিবার (৮ জুন) ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার রেকর্ড গড়া জয়ে এই গ্রুপের প্রতিটি দলের পয়েন্ট দাঁড়িয়েছে ২ ম্যাচে ২ করে। ফলে সেমিফাইনালের টিকেট হাতে পেতে সবগুলো দলকেই তাকিয়ে থাকতে হচ্ছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে। যেখানে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান, অন্যদিকে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ওই দুই ম্যাচের জয়ী দল পাবে সেমির টিকিট, পরাজিত দলকে ধরতে হবে দেশের পথ।

লন্ডনের কেনিংটন ওভালে এদিন মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করে এই ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয়রা। ওপেনার শেখর ধাওয়ানের সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রানের সংগ্রহ দাঁড় করায় বিরাট কোহলির দল। চ্যাম্পিয়ন্স লিগে এত রান তাড়া করে আগে কোনো দল জয় পায়নি। কেনিংটন ওভালের মাঠেও এর আগে এত রান করে জিততে পারেনি কোনো দল। জয় পেতে এদিন তাই শ্রীলঙ্কাকে তাই রেকর্ড গড়ার মিশনে নামতে হয়েছিল। টপ অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত তা করেও দেখিয়েছে লঙ্কানরা। ইনিংসের ৮ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।

দলীয় মাত্র ১১ রানেই ওপেনার নিরোসান ডিকওয়েলার উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। কিন্তু কুশাল মেন্ডিসের ৮৯, দানুশকা গুনাথিলাকার ৭৬, কুশাল পেরেরার ৪৭, অধিনায়ক ম্যাথুসের অপরাজিত ৫২ এবং আসিলা গুনারত্নের হার না মানা ৩৪ রানের সুবাদে ৪৮.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।

ভারতীয় বোলারদের মধ্যে এদিন একমাত্র ভুবনেশ্বর কুমার উইকেটের দেখা পেয়েছেন; ডিকওয়ালাকে আউট করে। শ্রীলঙ্কা বাকি দুটি উইকেট হারিয়েছে রান আউটের ফাঁদে পড়ে। এ ছাড়া মাংসপেশীর ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে কুশাল পেরেরাকে।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। এই সুবাদে আমন্ত্রণ পেয়ে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান তোলে কোহলিরা।

দলের হয়ে সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস খেলার পাশপাশি ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ১২৮ বল খরচে তিনি করেছেন ১২৫ রান। ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১৫ চার ও একটি ছক্কা।

ভারতীয় একাদশ : বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, জাস্প্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, উমেশ যাদব।

শ্রীলঙ্কান একাদশ : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, ধানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া