adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গুলশানে শতাধিক দোকান বন্ধ করে দিল ছাত্রলীগ

Chatrolink-1ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে শতাধিক দোকান বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। এ সময় দোকান বন্ধ করতে দেরি হওয়ায় বেশ কিছু দোকানে ভাংচুরও চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
গুলশান কাঁচাবাজার ও ডিসিসি সুপার মার্কেটের সামনে সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
বন্ধ করে দেওয়া দোকান মালিকরা অভিযোগ করেছেন, ফুটপাত নিয়ন্ত্রণে নেওয়া ও চাঁদার ভাগ না পাওয়ায় তারা এই দোকানগুলো বন্ধ করে দেয়।
তবে অভিযুক্ত গুলশান থানা ছাত্রলীগের সভাপতি এসএম সাঈদুল ইসলাম সোহাগ বলেছেন, ‘চাঁদা আদায় কিংবা ফুটপাত দখলের জন্য দোকানগুলো বন্ধ করা হয়নি। তিনি বলেন, যান চলাচলে অসুবিধা ও ছাত্রলীগের নামে বিভিন্ন বদনাম ছড়ানো এবং সরকারি ফুটপাতকে অবৈধ দখল থেকে মুক্ত করতে ওই দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
‘যানজট নিরসন’ ও ফুটপাতের অবৈধ দখলের হাত থেকে মুক্ত করার দায়িত্ব কি ছাত্রলীগের? এমন প্রশ্নের জবাবে সাঈদুল ইসলাম সোহাগ বলেন, ‘না, এটা ছাত্রলীগের দায়িত্ব না। তবে মূলত ছাত্রলীগের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ আসায় এগুলো বন্ধ করতে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক দোকান মালিক বলেন, গুলশান থানা শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ ও জাকির নামের এক নেতা বিকেলে বেশকিছু কর্মী নিয়ে এসে ফুটপাতে থাকা শতাধিক দোকান বন্ধ করে দেয়। এ সময় দোকান বন্ধ করতে দেরি হলে তারা বেশকিছু দোকানে ভাংচুর চালায়।
এই দোকান মালিক আরও বলেন, এর আগে সকালে একবার কয়েকজন ছাত্রলীগকর্মী এসে দোকান বন্ধ করে দেওয়ার জন্য বলে যায়। তিনি বলেন, যুবলীগের একটি গ্র“প আমাদের কাছ থেকে প্রতিদিন বিভিন্ন হারে চাঁদা আদায় করেন। এর ভাগ হয়ত ছাত্রলীগ না পাওয়াতে তারা আমাদের দোকান বন্ধ করে দিল।
কারা, কী পরিমাণ চাঁদা আদায় করে জানতে চাইলে ওই ফুসকা দোকান মালিক বলেন, যুবলীগের কে বা কারা চাঁদা নেয় তা জানি না। তবে আমাদের এখানের এক দোকানির মাধ্যমে চাঁদা আদায় করা হয়।
তিনি বলেন, ‘চায়ের দোকান থেকে ৫০ টাকা, ফুসকা ও চটপটির দোকান থেকে ১০০ টাকা, ভ্যানে বসা কাপড়ের দোকান থেকে ১০০ টাকাসহ বিভিন্ন প্রকারের দোকান থেকে একেক রেটে চাঁদা নেওয়া হয়।
এ বিষয়ে গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের কাছে এখনও অভিযোগ আসেনি। তবে অভিযোগ এলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিব।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া