adv
১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফি -বৃষ্টি আইনে পাকিস্তান জয়ী

PAKস্পোর্টস ডেস্ক :  চ্যাম্পিয়নস ট্রফির প্রায় খেলাতেই বৃষ্টির দাপট দেখা যাচ্ছে। কোনো ম্যাচে দুই তিন বার বৃষ্টি বাগড়া দিচ্ছে আবার বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আজকে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তান জয়ী হয়েছে ১৯ রানে। এই জয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড়ে ভালোভাবেই টিকে থাকল সরফরাজরা।

পাকিস্তান বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান করতে সমর্থ হয়। পরে পাকিস্তান ২২০ রানের লক্ষ্যে খেলতে নামার পর ২৭ ওভার শেষে বৃষ্টি শুরু হলে ম্যাচ বন্ধ হয়ে যায়। বৃষ্টি কমলে আবার খেলা শুরু করার অপেক্ষায় থাকা হয়। কিন্তু আবহাওয়ার আর উন্নতি না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস মেথডে ১৯ রানের জয় পায় পাকিস্তান। বৃষ্টির সময় ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের রান ছিল ১১৯। ডি/এল মেথডে ২৭ ওভারে সরফরাজদের দরকার ছিল ১০১ রান।

মাত্র ১ রানের ব্যবধানে দুই ওপেনার আজহার আলী (৯) ও ফখর জামানকে (৩১) ফিরিয়ে সম্ভাবনা তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। ফখরকে ফেরানোর পর মোহাম্মদ হাফিজকেও (২৬) আউট করেছিলেন মরনে মরকেন। বাবর আজম ৩১ এবং সোয়েব মালিক ১৬ রানে অপরাজিত ছিলেন। যদিও বৃষ্টিতে শেষ চেষ্টাটাও করতে পারেনি প্রোটিয়ারা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও হঠাৎই দাপুটে মেজাজে ফিরেছে পাকিস্তানি বোলাররা। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে ইমাদ ওয়াসিমের ঘূর্ণির শিকার হয়ে সাজঘরে ফিরে যান হাশিম আমলা। আগের ম্যাচে শতক হাঁকানো আমলা ২০ বলে ১৬ রান করতে সক্ষম হন।

ইনিংসের ১৪তম ওভারের সময় মোহাম্মদ হাফিজের ঘূর্ণির শিকার হয়ে ওপেনার ডি কক বিদায় নিতে হয়। ডি কক ফেরার আগে ৪৯ বলে ৩৩ রান করেন। 

এরপর আবারও পাকিস্তানি বোলার ইমাদ ওয়াসিমের ঘূর্ণি যাদুতে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্স অবশ্য কোনো রানই করতে পারেননি। ২৩তম ওভারের দ্বিতীয় বলে হাসান আলীর বলে বোল্ড আউট হয়ে ফেরেন ফাফ ডুপ্লেসিস। ৪৪ বল মোকাবেলায় ২৬ রান করেন তিনি।

২৯তম ওভারের পঞ্চম বলে আবার দাপট খাটান হাসান আলী। জেপি ডুমিনিকে মাত্র ৮ রানে ফেরান তিনি। পরের বলেই আবার ওয়েন পার্নেলকে শুন্য হাতে ফেরান হাসান। 

পার্নেলের বিদায়ের পর বেশ কিছুক্ষণ ব্যাট হাঁকায় প্রোটিয়ারা। ৪৩তম ওভারের তৃতীয় বলে ক্রিস মরিসকে ফেরান জুনায়েদ খান। ৪৯তম ওভারের শেষ বলে রাবাদাকে ফেরান একই বোলার জুনায়েদ খান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া