adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাবুলে সরকারবিরোধী বিক্ষোভ – পুলিশের গুলিতে নিহত ৬

kabul-protestআন্তর্জাতিক ডেস্ক : বোমা হামলা ঠেকাতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আফগানিস্তানের কাবুলে আয়োজিত এক বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে সিনেটের ডেপুটি স্পিকারের ছেলেসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
কয়েকদিন আগে কাবুলে ভয়াবহ বোমা হামলা ঠেকাতে না পারার জন্য আফগান সরকারকে দায়ী করে শুক্রবার বিক্ষোভে নামে আফগানরা।
বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পরই সেটা সহিংসতায় রূপ নেয়। এসময় পুলিশের গুলিতে কমপক্ষে ছয় বিক্ষোভকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার আন্দোলনকারীরা সরকারবিরোধী ও তালেবানবিরোধী স্লোগান দিতে দিতে ৩১ মে’র হামলাস্থলে জড়ো হয়।

একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যেতে চাইলে পুলিশ তাদের ওপর টিয়ারগ্যাস ও জলকামানের পানি নিক্ষেপ করে। এতে বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে গুলি ছোড়ে পুলিশ।
কাবুল পুলিশের প্রধান জেনারেল হাসান শাহ ফ্রগ বলেন, ‘কয়েকজন বিক্ষোভকারীর কাছে অস্ত্র ছিল। তারা পুলিশের ওপর গুলি ছুড়লে চার কর্মকর্তা আহত হন। জবাবে পুলিশও বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়ে। এতে একজন কিংবা দুজন বিক্ষোভকারী আহত হয়ে থাকতে পারেন।’
তিনি আরও জানান, নিহত বিক্ষোভকারীদের মধ্যে সিনেটের ডেপুটি স্পিকারের ছেলে সালেম ইজিদিয়ারও রয়েছেন।
তবে পুলিশি বাধার পরও পিছু হটতে রাজি নন বিক্ষোভকারীরা। বিক্ষোভের আয়োজকদের একজন হারুন মুতারেফ নিউইয়র্ক টাইমসকে বলেন, সংঘর্ষের পরও তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

তিনি বলেন, ‘পুলিশের গুলির পরও আমরা এখনো এখানে আছি। আমরা এখানে আছি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যাব না।’
সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু এলাকায় ধারাবাহিকভাবে বোমা হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা ইস্যুগুলো শনাক্ত করতে ব্যর্থ হওয়ার জন্য সরকারকে দায়ী করে থাকে অনেকে।

গত ৩১ মে কাবুলের কূটনৈতিক এলাকায় হামলায় ৯০ জনেরও বেশি মানুষ নিহত এবং চার শতাধিক আহত হওয়ার পর সে ক্ষোভ আরো জোরালো হয়ে ওঠে। একে ‘সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় হামলা’ বলে মনে করা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া