adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গেইল-ধোনি ও ওয়াটসন আইপিএল ফ্লপ একাদশে!

GYLEস্পাের্টস ডেস্ক : শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশম আসর। শিরোপা উঠেছে সেরার মাথায়। ব্যাটে বলে সব শ্রেষ্ঠত্ব চূড়ান্ত। কিন্তু বিশ্বের সেরা সেরা ক্রিকেটারদের মিলন মেলার এই আসরে ভরাডুবি হলো কাদের? দলের কথা এখন নয়। চলুন দেখি ২০১৭ আইপিএলের ফ্লপ একাদশ করলে সেখানে স্বদর্পে জায়গা মেলে কোন কোন সুপারস্টারের!

ক্রিস গেইল : ৯ ম্যাচে ২০০ রান। এই কি গেইল? জ্যামাইকান তাণ্ডব? ওয়েস্ট ইন্ডিজের বিগ ম্যান এক ম্যাচে ১৭৫ রানও করেছেন আগে। কিন্তু এবার গোটা লিগেই কি না তার চেয়ে সামান্য বেশি রান! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর খেলোয়াড়ের চেয়ে ব্যর্থ আর কে আছেন?

ডোয়াইন স্মিথ : আরেক ক্যারিবিয়ান। টি-টুয়েন্টি লিগের জনপ্রিয় খেলোয়াড়। কিন্তু আইপিএলে এবার ১২ ম্যাচে ২৩৯ রান করার পাশে উইকেট নিয়েছেন মাত্র ২টি। গুজরাট লায়ন্সের ভাগ্যে যা ঘটার তাই ঘটেছে।

এবি ডি ভিলিয়ার্স : দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ছিলেন গেত আইপিএলে বিরাট কোহলির পাশে আরসিবির অন্যতম সেরা বিজ্ঞাপন। এবারের আসরে প্রথম ম্যাচে বীরোচিত ৮৯ রানের পর কিন্তু ডি ভিলিয়ার্সের বলার মতো কিছু নেই। আরসিবির এই আসরের ব্যর্থতার অন্যতম কারণও তিনি।

ডিভিড মিলার : কিলার মিলার নামে পরিচিত। কিন্তু এবার প্রিতি জিনটার কিংস ইলেভেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান ৫ ম্যাচ খেলতে পেরেছেন সাকুল্য। ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি। তিনি ড্রপ হলে তাই অবাকও হননি কেউ।

শেন ওয়াটসন : নিজেই বলেছেন, এবারের মতো বাজে অবস্থা তার কখনো ছিল না। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অল-রাউন্ডার ওয়াটসন ৫ ম্যাচে ৭১ রান ও ৫ উইকেট নিয়ে ২০১৭ আইপিএল শেষ করেছেন।

আজিঙ্কা রাহানে : ১৬ ম্যাচে রাহানে ২৮২ রান করেছেন। বলতেই পারেন ব্যর্থ কিভাবে? কিন্তু একটি দলের টপ অর্ডারের ব্যাটসম্যান হিসেবে যে দায়িত্ব পালনের কথা ছিল তা পালন করতে পারেননি রাহানে।

এমএস ধোনি : অবাক হলেন? ধোনির সমালোচনা করা এখন ফ্যাশনের অংশ! কিন্তু ভারত ও পুনের সাবেক অধিনায়ক ১৬ ম্যাচে মাত্র ২৯০ রান করেছেন। ম্যাচ জেতানো পারফরম্যান্সও সেভাবে নেই। উইকেটের পেছনে দারুণ পারফরম্যান্স হলেও সামনে তা না থাকায় ফ্লপ তালিকায় ধোনি।

রবিন্দ্র জাদেজা : ১২ ম্যাচে ১৫২ রান। ৫ উইকেট। বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার জাদেজা এতো সুযোগ পেলেন কিন্তু কাজে লাগাতে পারলেন কোথায়? টুর্নামেন্টের আগে তাই কেউ যা প্রত্যাশা করেনি তাই হয়েছে। ফ্লপ একাদশে তাই ঠাঁই জাদেজার।

অমিত মিশ্র : লেগ স্পিনার এই মৌসুমে ১৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। কিন্তু তার কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। সুযোগ মিলেছে তাই। কিন্তু সফল বোলার বলা যাচ্ছে না টুর্নামেন্ট শেষে।

টাইমাল মিলস : শুধু টি-টুয়েন্টি খেলেন ইংলিশ ফাস্ট বোলার। আইপিএল নিলামে ঝড় উঠেছিল তাকে নিয়ে। এবারের আসরের দামি খেলোয়াড়দের তালিকার শুরুর দিকে নাম। কিন্তু ৫ ম্যাচে ৫ উইকেট মিলসের এবারের আইপিএল অর্জন।

ইশান্ত শর্মা : ভারতীয় দীর্ঘদেহী পেসার আইপিএলের যোগ্য নয়। তা বলেন অনেকে। যারা বলতেন এবং বলেন তারা নিশ্চয়ই এখন নিজেদের পিঠ চাপড়াচ্ছেন। ২০১৭ আইপিএলে ৬ ম্যাচ খেললেও একটি উইকেটও যে শিকার করতে পারেননি ইশান্ত!

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া