adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অাপন জুয়েলার্সের মালিক বললেন- আমার স্বর্ণ অবৈধ হলে সবারটাই অবৈধ

SALIMনিজস্ব প্রতিবেদক : আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম বলেছেন, শুল্ক গোয়েন্দারা তার যে স্বর্ণ জব্দ করেছে, সেটা অবৈধ হলে দেশে সব ব্যবসায়ীর স্বর্ণই অবৈধ। জব্দ করা সব স্বর্ণের কাগজপত্র আছে দাবি করে তিনি জানান, এসব হিসাব জমা দিতে তিনি ১৫ দিনের সময় চেয়ে নিয়েছেন।

আপন জুয়েলার্সের ছয় বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরার বিষয়ে ব্যাখ্যা দিতে ১৭ মে আপনের মালিক দিলদার আহমেদ সেলিমসহ তিন মালিককে তলব করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। নির্ধারিত দিনে হাজির হওয়ার পর বেলা ১২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুল্ক গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেন দিলদার ও তার দুই অংশীদার স্বজন।

বৈঠক শেষে দিলদার বলেন, ‘অধিদপ্তরের দল আমার কাছ থেকে যে স্বর্ণ আটক করেছেন তা সবই বৈধ। আমার স্বর্ণ যদি অবৈধ হয় তাহলে বাংলাদেশের সব ব্যবসায়ীরটাই অবৈধ।’

গত পাঁচ বছর ধরে কোন স্বর্ণের আমদানি হয়নি বলেও স্বীকার করেন দিলদার। তিনি দাবি করেন, যেসব অলঙ্কার বানানো হয়, সেগুলো সব পুরনো স্বর্ণ পুনরায় ব্যবহার করেই করা হয়। তিনি বলেন, ‘আমি যেভাবে ব্যবসা করি, সারা বাংলাদেশও একইভাবে ব্যবসা করে। তাই আপন জুয়েলার্স যদি বন্ধ করা হয় তাহলে সারা বাংলাদেশের জুয়েলার্সও বন্ধ করতে হবে।’

স্বর্ণ ব্যবসার উৎসে যে অস্বচ্ছতা আছে স্বীকার করেন কি না- এমন প্রশ্নের জবাবে দিলদার বলেন, ‘আমি বাংলাদেশ জুয়েলার্স সমিতির সেক্রেটারি ছিলাম। তখন অনেকবার বলা হয়েছিল ব্যবসায়ীদের একটা নীতিমালা করার জন্য। কিন্তু আমরা সেটা করতে পারি নাই। একটা ব্যবসায় নীতিমালা থাকা উচিত। কারণ এখানে কিন্তু জবাবদিহিতার একটা প্রশ্ন থাকে।’

গত ১৩ মে রাজধানীতে আপন জুয়েলার্সের পাঁচ বিক্রয় কেন্দ্রে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। জব্দ করা হয় ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম হীরা। পরদিন অভিযান চালানো হয় তাদের প্রধান বিক্রয়কেন্দ্রে। জব্দ করা হয় ২১২ কেজি স্বর্ণ ও সাড়ে তিনশ গ্রামেরও বেশি হীরা।

দিলদার আহমেদ বলেন, ‘শুল্ক গোয়েন্দারা তাদের কাজ করছেন। তারা আমাদের কাছে যেসব ডকুমেন্টস চেয়েছেন আমরা সেগুলো জমা দেওয়ার জন্য ১৫ দিন সময় চেয়েছি। আমরা আমাদের পেপার্স শো করবো। একই সঙ্গে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ সময় আপনের অন্য দুই মালিক দিলদারের দুই ভাই আজাদ আহমেদ ও গুলজার আহমেদও উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া