adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফখরুল বললেন- তিনশ’ আসনে নির্বাচন করতে বিএনপির ৯০০ প্রার্থী প্রস্তুত

mirza-fakhrul-isনিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে অংশ নেয়ার জন্য বিএনপির ৯০০ প্রার্থী প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২ মে মঙ্গলবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এজন্য নির্বাচনকালীন সহায়ক সরকার এবং নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন বিএনপি মহাসচিব।

আগামী নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, বিএনপি একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি নির্বাচনে বিশ্বাস করে। বিএনপি নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে অংশ নেয়ার জন্য বিএনপির ৯০০ প্রার্থী প্রস্তুত রয়েছেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া