adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর আরেক ‘সেঞ্চুরি’

RONALDOস্পাের্টস ডেস্ক : গেল সপ্তাহে প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে জোড়া গোল করে। সেই রেকর্ডের এক সপ্তাহ না পেরুতেই আরেক রেকর্ড গড়েছেন পর্তুগালের ফরোয়ার্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০০ গোলের রেকর্ড গড়লেন চারবারের ‘ব্যালন ডি অর’জয়ী। সেই বায়ার্নের বিপক্ষেই! তবে এবার জোড়া গোল নয়, করেছেন ‘পারফেক্ট’ হ্যাটট্রিক। তাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে মঙ্গলবার রাতে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে রোনালদোর রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানের জয়ে পৌঁছে গেছে প্রতিযোগিতার সেমিফাইনালে। প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়নরা।
এই ম্যাচের আগে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় করা ১০০ গোলের মধ্যে ৯৭টি গোলই রোনালদো করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগে। বাকি গোল তিনটি চ্যাম্পিয়ন্স লিগ বাছাইপর্ব ও উয়েফা সুপার কাপে। তার মানে চ্যাম্পিয়ন্স লিগে সেঞ্চুরি থেকে ৩ গোল দূরে ছিলেন ৩২ বছর বয়সী তারকা। কিন্তু 'সেঞ্চুরি' রেকর্ডের কথা মনে ছিল না বলেই কিনা রোনালদো নিজে কিন্তু হ্যাটট্রিক নয়, সান্তিয়াগো বার্নাব্যুতেও জোড়া গোল করার প্রত্যাশার কথাই ব্যক্ত করেছিলেন রোনালদো! গত বুধবার বায়ার্নের মাঠে গিয়ে জোড়া গোলের উচ্ছ্বাস-প্রতিক্রিয়ায় রোনালদোই বলেছেন, ‘আশা করি বার্নাব্যুতেও জোড়া গোল করতে পারব।’ কিন্তু জোড়া নয়, রোনালদো পেয়েছেন হ্যাটট্রিক! তাতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে 'সেঞ্চুরি' গোলের রেকর্ড।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৩৭তম ম্যাচে ১০০ গোলের রেকর্ড স্পর্শ করলেন রোনালদো। ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই আসএ রোনালদো প্রথম গোলটি করেছিলেন সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। রোমার বিপক্ষে ২০০৭ সালে। বায়ার্নের বিপক্ষে গেল দুই ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচ আর ৬৫৯ মিনিট গোলহীন ছিলেন 'সিআর সেভেন'। তবে গেল দুই ম্যাচে পাঁচ গোল করে পেয়েছেন 'সেঞ্চুরি'। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আগে। চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোলসংখ্যা ৯৪টি। ম্যাচশেষে রোনালদো জানান, 'আমি সবসময়ই গোল করতে চাই। মাঝে মাঝে গোল পাইনা। তখনো নিজের সেরাটা দিয়ে রিয়ালকে সাহায্য করি।'
বায়ার্নকে বিদায় করে শেষ চার নিশ্চিত করা সম্পর্কে বলেন, 'মাদ্রিদ দুই দলের মধ্যে ভালো ফুটবল খেলেছে, কোন সন্দেহ নেই। বায়ার্নের বিপক্ষে আমরা ছয় গোল করেছি। এটা সহজ নয়। এটা আমাদের প্রাপ্য ছিল। আমরাই জয়ী।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া