adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলমানদের রক্ত নিয়ে ব্যবসা হচ্ছে, সতর্ক হোন: প্রধানমন্ত্রী

HASINAনিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস ও জঙ্গিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল মুসলমানদের রক্তের বিনিময়ে অস্ত্রের ব্যবসা করে যাচ্ছে। তাদের ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে।

২ এপ্রিল রবিবার সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে সফররত সংযুক্ত আরব আমিরাতের স্পিকার ডা. আমাল আল কুবাইসি সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সংযুক্ত আরব আমিরাতের স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশিষ্ট রাষ্ট্রনায়ক এবং নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে ক্ষেত্রে একজন অনূকরণীয় ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেন।

বৈঠকে ইউইএর স্পিকার আইপিইউ’র ১৩৬তম সম্মেলন সফলভাবে আয়োজনে বাংলাদেশের প্রশংসা করেন।

ডা. কামাল আল কুবাইসি পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, দুই দেশের সংসদ সদস্য পর্যায়ের সফর বিনিময় এক্ষেত্রে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে।

ডা. কামাল আল কুবাইসি সিরিয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তারা সফল সংলাপের মাধ্যমে এই সমস্যার সমাধানের বিশ্বাসী। সন্ত্রাসের বিষয়ে আরব আমিরাতের স্পিকার বলেন, সন্ত্রাস এবং উগ্র চরমপন্থা বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে।

প্রধানমন্ত্রী এ সময় প্রতিউত্তরে বলেন, সন্ত্রাসযুক্ত কিছু বিপথগামী লোকের জন্যই ইসলামের বদনাম হচ্ছে।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে মসজিদের ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক এবং অভিভাবকসহ সমাজের সকল শ্রেণি-পেশার লোকজনকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলছে।

প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, একটি স্বার্থান্বেষী মহল মুসলামানদের রক্তের বিনিময়ে অস্ত্রের ব্যবসা ফেঁদেছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ও তাঁর পরিবার এই সন্ত্রাসের শিকার বলে উল্লেখ করেন।

বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশেরই উভয়ের দেশে বিনিয়োগের মত অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া