adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেক্সিকোয় মৃতদেহের ভাগাড়ের সন্ধান

mexicoআন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পূর্বাঞ্চলে ভেরাক্রুজ রাজ্যে মৃতদেহের একটি ভাগাড়ের সন্ধান মিলেছে। আর সে ভাগাড়ে পাওয়া গেছে দুইশরও বেশি মানুষের মাথার খুলি।

মাদক চোরাকারবারী গোষ্ঠীগুলো এই এলাকাটিকে মৃতদেহ ফেলার নিরাপদ ভাগাড় হিসেবে ব্যবহার করতো বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সরকারি কৌঁসুলি জর্জ উইঙ্কলার জানিয়েছেন, ভেরাক্রুজের স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগসাজশেই মৃতদেহগুলো এখানে ফেলে রাখা হতো বলে তিনি মনে করছেন। এ পর্যন্ত দুইশ’র বেশি মাথার খুলি পাওয়া গেছে বলে জানান তিনি। আরো অনেক মৃতদেহ পাওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।

একটি টিভি নেটওয়ার্কে সাক্ষাতকার দেবার সময় উইঙ্কলার জানিয়েছেন, বহু বছর ধরেই এই এলাকাটিকে মাদক চোরাচালানকারীরা মৃতদেহ ফেলার ভাগাড় হিসেবে ব্যবহার করছিলো। যদি এই এলাকায় আরো নিবিড়ভাবে তল্লাশি চালানো হয়, তাহলে মেক্সিকোর সবচেয়ে বড় গণ-কবরটি হয়তো এখানেই পাওয়া যেতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।

মাদক ব্যবসা ও চোরাচালানের জের ধরেই মৃতদেহের এই বিরাট ভাগাড়টি গড়ে উঠেছে বলে ধারনা করছেন এ আইনজীবী।

ভেরাক্রুজ রাজ্যে মৃতদেহের এ ভাগাড়ের সন্ধান মেলার পর বেরিয়ে আসছে এই সংক্রান্ত আরো নানান লোমহর্ষক তথ্য।

ভেরাক্রুজের পলাতক গভর্নর হাভিয়ার দুয়ার্তের দিকে এ জন্য অভিযোগের আঙুল উঠেছে। বহুদিন ধরে ভেরাক্রুজে মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। কিন্তু গভর্নর হিসেবে এই বিষয়ে দুয়ার্তে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে।

সূত্র : বিবিসি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া