adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০১৮ সালেই চাঁদের মাটিতে নামবে ভারত

indডেস্ক রিপাের্ট : ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযানের কাজ এগিয়ে চলেছে অত্যন্ত দ্রুত গতিতে। আগামী বছরের মার্চ, এপ্রিলের মধ্যেই ‘চন্দ্রযান-২’ রওনা হয়ে যেতে পারে চাঁদে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার বুধবার এ কথা জানিয়েছেন।
 
ওই অভিযানে চাঁদের কক্ষপথে ঘোরার জন্য থাকবে একটি অরবিটার মহাকাশযান। আর তার সঙ্গে থাকবে চাঁদের মাটিতে নামার জন্য একটি ‘ল্যান্ডার’ ও চাঁদের মাটিতে নেমে ঘোরাফেরার জন্য থাকবে একটি ‘রোভার’ মহাকাশযানও। ‘জিএসএলভি-এমকে-টু’ রকেটে চাপিয়ে ‘চন্দ্রযান-২’কে পাঠানো হবে সেখানে।  
 
ভেলস বিশ্ববিদ্যালয়ের সপ্তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এ দিন ইসরোর চেয়ারম্যান বলেন, ‘চাঁদে নামার জন্য ইতিমধ্যেই মহাকাশযানটির পরীক্ষানিরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে । ‘চন্দ্রযান-২’ যাতে নির্বিঘ্নে, নিরাপদে চাঁদে নামতে পারে, তার জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি ইঞ্জিন বানিয়েছে ইসরো। তার পরীক্ষানিরীক্ষা চলছে তিরুনেলভেলি জেলার মহেন্দ্রগিরি ও বেঙ্গালুরুর চিত্রদুর্গ জেলার চাল্লাকেরে ইসরোর দু’টি কেন্দ্রে। উপগ্রহটিরও পরীক্ষানিরীক্ষা চলছে পুরোদমে।’
 
তবে ভারত কবে শুক্র গ্রহের কক্ষপথে মহাকাশযান পাঠাবে, সে ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন। দ্য টাইমস অব ইন্ডিয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া