adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মঘট প্রত্যাহারে ১২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী

primeডেস্ক রিপাের্ট : দু’জন চালকের বিরুদ্ধে আদালতের দেওয়া যাবজ্জীবন ও ফাঁসির আদেশে সংক্ষুব্ধ হয়ে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারে ১২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে প্রধানমন্ত্রী এজন্য যা করণীয় তা করতেও নির্দেশ দিয়েছিলেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। এছাড়া কয়েকজন মন্ত্রীকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ‘বিকালের মধ্যেই যান চলাচল স্বাভাবিক দেখতে চাই আমি’। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল থেকে হঠাৎ শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েন রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষ। আদালতের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে ডাকা এ ধর্মঘটের সমালোচনা শুরু হয় চারদিকে। এ অবস্থায় বুধবার সকালে ধর্মঘট প্রত্যাহারের জন্য ১২ ঘণ্টা সময় বেঁধে দেন প্রধানমন্ত্রী। সকালেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ডেকে এ সময় বেঁধে দিয়ে যা করণীয় তা করতেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

নাম প্রকাশ না করার শর্তে দুই জন মন্ত্রীও প্রধানমন্ত্রীর তাগাদা দেওয়ার কথা স্বীকার করেছেন। তারা বলেন, ‘এরপরই আমরা ধমর্ঘট প্রত্যাহার নিয়ে দফায় দফায় সংশ্লিষ্ঠদের নিয়ে বৈঠক করে সমাধানের পথে আসতে সক্ষম হই।’

প্রধানমন্ত্রী কার্যালয়ের অপর দুটি সূত্র জানায়, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের প্রতি ভীষণ নাখোশ প্রধানমন্ত্রী। শাজাহান খান মঙ্গল ও বুধবার শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী তাকে স্পষ্ট জানিয়ে দেন, ধমর্ঘট প্রত্যাহারের আগে তার সঙ্গে কোনও কথা নয়। এরপর নৌমন্ত্রী বাহক মারফত প্রধানমন্ত্রীকে বোঝাতে চেষ্টা করেন যে, এই আন্দোলনের সঙ্গে তার কোনও সম্পর্ক নাই এবং এই আন্দোলনের শ্রমিকদের ওপর তার নিয়ন্ত্রণ নাই। প্রধানমন্ত্রী পাল্টা জানিয়ে দেন, তাহলে সে (শাজাহান খান) নেতা হলো কিভাবে? তাকে নেতৃত্ব ছেড়ে দিতে বল।

সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান গ্রহণের ফলে শেষ পর্যন্ত ধমর্ঘট প্রত্যাহারে সিদ্ধান্ত নিতে বাধ্য হন শ্রমিক সংগঠনের নেতারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ধমর্ঘট প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রী সিরিয়াস ছিলেন। তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন।’

এদিকে, ধমর্ঘট প্রত্যাহার হলেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এই ধমর্ঘট নিয়ে পক্ষে-বিপক্ষে তার কোনও অবস্থান নাই, তাকে অভিযুক্ত করে যা রটানো হচ্ছে তা নিছক ভিত্তিহীন; সরকারের প্রভাবশালী মন্ত্রী ও দলের সিনিয়র নেতাদের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে নৌমন্ত্রী এমন যুক্তি তুলে ধরছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই নেতা জানান, নিজেকে নির্দোষ দাবি করে সবার সঙ্গে কথা বলছেন শাজাহান খান। তবে দলের অনেক নেতাই তার যুক্তির সঙ্গে দ্বিমত পোষণ করছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘কে ঘটনার সঙ্গে যুক্ত আর কে যুক্ত না সেটা পরের বিষয়। এগুলো নিয়ে পরে পর্যালোচনা করা হবে।’

ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘শুনেছি শাজাহান খান অনেককে তার অবস্থানের বিষয়টি ব্যাখ্যা করেছেন।’

উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই রাজধানীসহ সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু হয়। ঢাকা ও মানিকগঞ্জে দু’টি মামলায় দু’জন চালকের বিরুদ্ধে আদালতের দেওয়া যাবজ্জীবন ও ফাঁসির আদেশে সংক্ষুব্ধ হয়ে তারা এই আন্দোলনের ডাক দেন।  ধর্মঘট নিয়ে মঙ্গলবার রাতে গাবতলীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুরসহ জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের হাত থেকে লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্সও রক্ষা পায়নি। আন্দোলনরত শ্রমিকরা অ্যাম্বুলেন্সও ভাঙচুর করেন। সংঘর্ষে এক শ্রমিক নিহতের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, পরিবহন ধর্মঘটের নেপথ্যে শাজাহান খানের নেতৃত্বাধীন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মদদ রয়েছে। শাজাহান খান এই সংগঠনের কার্যকরী সভাপতি। বাংলাট্রিবিউন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া