adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে আমিরাতকে হারালো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে ১২ দেশের অংশগ্রহণে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বেধনী ম্যাচে নামিবিয়ার কাছে শ্রীলঙ্কার বড় পরাজয় হলেও শ্বাসরুদ্ধকর লড়াই হয়েছে দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসের মধ্যে। নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে ডাচরা। তারা আরব আমিরাতকে হারিয়েছে ৩ উইকেটে। লো স্কোরিং এই ম্যাচটি ছড়িয়েছে উত্তেজনা। ফলাফল নির্ধারিত হয়েছে ১ বল বাকি থাকতে। নেদারল্যান্ডসের বাস দে লিডে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ক্রিকইনফো

রোববার ভিক্টোরিয়ার জিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে আরব আমিরাত। ধীরগতির ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১১১ রান। এতে অবশ্য পিচেরও দায় ছিল। আমিরাতের হয়ে সর্বোচ্চ স্কোরার ৪৭ বলে ৪১ করা ওপেনার মুহাম্মদ ওয়াসিম। এছাড়া অরবিন্দ ১৮, কাসিফ ১৫ আর চিরাগ সুরি ১২ রান করেন। ১৯ রানে ৩ ইকেট নেন নেদারল্যান্ডসের বাস দে লিডে। ২টি নেন ফ্রেড ক্লাসেন।

ছোট টার্গেটে ব্যাটিংয়ে নেমে ডাচরাও যেন ধুঁকতে থাকে। দলীয় ১৪ রানেই প্রথম উইকেটের পতন। এরপর দেখা যায় ২৭ রানের জুটি। ভাঙা-গড়ার মাঝেই ছোট ছোট জুটিতে এগোতে থাকে ডাচরা। ১৮ বলে সর্বোচ্চ ২৩ রান আসে ওপেনার ম্যাক্স ও’ডডের ব্যাট থেকে। এছাড়া কলিন ১৭, অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১৬ রান করেন। ১৯তম ওভারে মাত্র ৪ রান দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন জহুর খান। শেষ ওভারে প্রয়োজন হয় ৬ রানের। জমজমাট শেষ ওভারের এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডাচরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া