adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫২ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন পুজারা

India's Cheteshwar Pujara plays a shot during the first day of the Test cricket match between India and Bangladesh at The Rajiv Gandhi International Cricket Stadium in Hyderabad on February 9, 2017.  ---------IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT / AFP PHOTO / NOAH SEELAM / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT স্পাের্টস ডেস্ক : সাকিব আল হাসানের হাতে ক্যাচটা জমলে চেতেশ্বর পুজারার ইনিংস শুরুর দিকেই শেষ হতে পারতো। তা হয়নি। উল্টো দ্বিতীয় উইকেটে মুরালি বিজয়ের সাথে ১৭৮ রানের জুটি গড়েছেন এই ভারতীয় ব্যাটসম্যান। নিজে খেলেছেন ৮৩ রানের চমৎকার এক ইনিংস। তাতে এক মৌসুমে ভারতীয় হিসেবে ফার্স্ট ক্লাসে সর্বোচ্চ রানের রেকর্ডটা হয়ে গেছে ২৯ বছরের পুজারার। ভেঙেছেন ১৯৬৪-৬৫ মৌসুমে গড়া কিংবদন্তি চাদু বোর্দের রেকর্ড।

হায়দ্রাবাদের সাথে আসলে পুজারার সম্পর্কটা একেবারে ভিন্ন। ওখান থেকে গুডাপ্পা বিশ্বনাথ, মোহাম্মদ আজহারউদ্দিন, ভিভিএস লক্ষ্মনের মতো কিংবদন্তিরা উঠে এসেছেন। কিন্তু রাজকোটের হয়েও হায়দ্রাবাদের সাথে নাড়ির সম্পর্ক যেন পুজারার! বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে প্রথম ওভারেই ব্যাট করতে এলেন। দলের তখন ১ উইকেটে ২ রান। সেখান থেকে দলকে টেনে তোলেন।

এই রাজিব গান্ধী স্টেডিয়ামে ২০১২ সালে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন পুজারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৯ রানের জাদুকরী ইনিংস খেলেছিলেন। ২০১৩ সালে এখানেই নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা হাঁকিয়েছিলেন। আর এবার বিজয়ের সাথে এক মৌসুমে ভারতের সর্বোচ্চ রানের দ্বিতীয় সেরার জুটিটা গড়লেন। মনে হচ্ছিল ১১তম সেঞ্চুরিটা পাবেন পুজারা। মেহেদী হাসান মিরাজ তা হতে দেননি।

তবে পুজারা আধা শতাব্দী পুরোনো এক রেকর্ড নিজের করেই ফিরেছেন। বোর্দের ফার্স্ট ক্লাসে এক মৌসুমে ১৬০৪ রানের রেকর্ড টপকে গিয়ে হায়দ্রাবাদের সাথে সম্পর্কটাকে পুজারা নতুন এক মাত্রা দিয়েছেন। তার এই কীর্তিতে অবশ্য দুর্ভাগ্য বেড়েছে বাংলাদেশের!
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া