adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ষোড়শ সংশোধনী মামলার শুনানির জন্য ১২ অ্যামিকাস কিউরি নিয়োগ

high_courডেস্ক রিপাের্ট : সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার শুনানির জন্য ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছেন আদালত। 
  
একইসঙ্গে মামলাটির পরবর্তী আপিল শুনানির জন্য ৭ মার্চ দিন ঠিক করা হয়েছে।  
  
৮ ফেব্রুয়ারি বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আট বিচারপতির বেঞ্চে এই আদেশ দেন।  
  
অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- টিএইচ খান, ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার আমির উল ইসলাম, ব্যারিস্টার শফিক আহমেদ, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার ফিদা এম কামাল, এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, এএফ হাসান আরিফ, এম আই ফারুকী ও আব্দুল ওয়াদুদ ভূইয়া।  
  
অ্যামিকাস কিউরিরা এই মামলার শুনানির ক্ষেত্রে আদালতকে আইনি পরামর্শ দেবেন।  
  
আগামী ৭ মার্চের মধ্যে রাষ্ট্রপক্ষ ও রিটকারী উভয় পক্ষকে তাদের স্বপক্ষের লিখিত যুক্তি আদালতে জমা দিতে বলা হয়েছে। 


সর্বোচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। 
  
বিলটি পাসের পর ওই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। পরে সংবিধানের ষোড়শ সংশোধনী আইন-২০১৪-এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিমকোর্টের নয়জন আইনজীবী রিট আবেদনটি করেন। 
  
গত বছরের ৫ মে সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। 
  
পুর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে চলতি বছরের ৪ জানুয়ারী হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া