adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসদ যাদের চেয়েছে ইসিতে

image-18643-1485855349ডেস্ক রিপাের্ট : অন্যান্য দলের মতো নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির কাছে পাঁচজনের নাম দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। কঠোর গোপনীয়তার মধ্য সব দল নাম প্রস্তাব করায় নির্বাচন কমিশনে কোন দল কাদের নাম প্রস্তাব করেছেন তা জানা যায়নি। তবে বাসদের পক্ষ থেকে যে পাঁচজনের তালিকা দেয়া হয়েছে তাদের নাম জানা গেছে।

তারা হলেন- সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সাদাত হুসাইন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে ৩১ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষ থেকে নামের তালিকা দেয়া হয়। দুপুর পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ,বিএনপি, জাতীয় পার্টি, জমিয়তে ওলামায়ে ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলিডিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ (মোজাফফর), জাসদ (ইনু),বিজেপি, খেলাফত আন্দোলন , বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) ২৪টি রাজনৈতিক দল পাঁচজন করে নাম প্রস্তাব করে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ জানিয়েছেন,বেলা তিনটা পর্যন্ত দলগুলো নাম জমা দিতে পারবে। তবে দুপুর পর্যন্ত ২৪টি দল নাম জমা দিয়েছে।

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরে সার্চ কমিটির সদস্যরা বৈঠক করে নির্বাচন কমিশনের জন্য ৩১টি রাজনৈতিক দলের কাছে পাঁচজন করে নাম দেয়ার আহ্বান জানান।

তাদের আহ্বানে সাড়া দিয়ে নাম দেয়ার জন্য নিজেদের মধ্যে বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর হাইকমান্ড। তবে সবার কৌতুহল ছিলো কোন দল নির্বাচন কমিশনে কাদের নাম প্রস্তাব করে। কিন্তু সবদলই কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে সচিবালয়ে নাম প্রস্তাব করেছে।

জানা গেছে, বিএনপি জোটের শরিকদের মধ্যে যেসব দল নাম দিয়েছে তাদের গোপনীয়তা রক্ষার জন্য কড়া নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মন্ত্রিপরিষদে নাম জমা দেওয়া শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছে নামের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘একটি খামে করে সৎ, যোগ্য, নিরপেক্ষ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পাঁচজনের নাম জমা দেওয়া হয়েছে।’ তবে কাদের নাম দেয়া হয়েছে তা বলেননি তিনি।

নামের ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাইকমান্ডের দেয়া খামের মুখ বন্ধ থাকায় তাদের নাম বলতে পারছি না।

অন্যদিকে নাম দেয়ার পর বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়ার কাছে নামের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,নাম বলায় নিষেধ আছে। তাই বলা যাচ্ছে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া