adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর ও কুমিল্লাকে পদ্মা ও মেঘনা নামে বিভাগ করতে চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পদ্মা ও মেঘনা নদীর নামে হতে যাচ্ছে দেশের দুটি বিভাগ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।

তিনি বলেন, ফরিদপুর ও কুমিল্লাকে দেশের দুটি প্রধান নদী পদ্মা ও মেঘনার নামে বিভাগ করতে চান।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দুটি নদীর নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছি— একটি পদ্মার নামে ও অন্যটি মেঘনার নামে।’

এ সময় আরও বলেন, ‘যদি কুমিল্লা নামে বিভাগ গঠিত হয়, তাহলে অন্যান্য জেলা এতে যোগ দিতে আগ্রহী নাও হতে পারে।’
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন এবং অন্যান্য নেতা-কর্মীরা নতুন অফিস ভবন থেকে ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া