adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

না’গঞ্জ সাত খুন মামলার রায়ের কপি হাইকোর্টে

NOORনিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে সাত খুন মামলায় ২৬ জনকে ফাঁসি এবং নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতের রায়ের কপি উচ্চ আদালতে পাঠানো হয়েছে। রায়ের এক সপ্তাহের মধ্যে রােববার সকালে এই অনুলিপি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এই অনুলিপি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জ থেকে হাতে হাতে এই কপি এসেছে।’  

রীতি অনুযায়ী রেজিস্ট্রার কার্যালয়ে পৌঁছার পর সব নথিপত্র নিয়ে পেপার বুক তৈরি হবে। এরপর তা শুনানির জন্য তোলা হবে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাত খুন মামলার রায়ের পর সাংবাদিকদেরকে জানিয়েছেন, এই মামলার দ্রুত শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ। 

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সে সময়ের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দর সরকারসহ মোট সাত জনকে অপহরণ করা হয় শহর থেকে। তিনদিন পর এদের ছয় জন এবং পরের দিন আরও একজনের মরদেহ উদ্ধার হয় শীতলক্ষ্যা নদী থেকে।
এই ঘটনার আড়াই বছর পর গত সোমবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন প্রধান আসামি নুর হোসেন, র‌্যাবের বরখাস্ত তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়। এদের মধ্যে ১২ জনই র‌্যাব কর্মকর্তা।

আইন অনুযায়ী, বিচারিক আদালতের এই আদেশ নিয়ে শুনানি হবে হাইকোর্টে। হাইকোর্টে নিষ্পত্তির পর এই আদেশের বিরুদ্ধে আবার আপিল করা যাবে আপিল বিভাগে। সেখানে নিষ্পত্তির পর রিভিউয়ের সুযোগ আছে। সেখানেও দোষী সাব্যস্ত হলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ আছে। রাষ্ট্রপতি নাকচ করলে কার্যকর হবে দণ্ড।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া