adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বলিউডে নতুন মুখ

গোবিন্দ তরফদার : প্রতি বছরেই মতো এ বছরও বলিউডে বেশ কয়েকজন নতুন মুখ দেখা গেছে। ২০১৬ সালে বলিউডে পা রেখেছেন এমন কয়েকজন অভিনয় শিল্পীকে নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন।
 
হর্ষবর্ধন কাপুর (মির্জিয়া): অনিল কাপুরের ছেলে ও  সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন কাপুর। রাকেশ ওম প্রকাশ মেহেরার বহুল আলোচিত রোমান্টিক ঘরানার ‘মির্জিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ২৫ বছর বয়সি হর্ষবর্ধন।
 
শ্রিয়া পিলগাওকর (ফ্যান): শ্রিয়া টিভি জগতের সবচেয়ে জনপ্রিয় জুটি শচীন এবং সুপ্রিয়া পিলগাওকরের মেয়ে। শাহরুখ খানের ‘ফ্যান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তিনি একজন থিয়েটার অভিনেত্রী এবং তার প্রথম সিনেমা ‘একুল্টি এক’
 
সাইয়ামি খের (মির্জিয়া): হর্ষবর্ধন কাপুরের বিপরীতে রাকেশ ওম প্রকাশ মেহেরার ‘মির্জিয়া’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন সাইয়ামি। মডেলিংয়ে বেশি সাচ্ছন্দ্যবোধ করেন তিনি। কিংফিসারের ক্যালেন্ডারেও দেখা গেছে তাকে। সাইয়ামির রক্তেই অভিনয় মিশে আছে। তার মা উত্তরা মেয়াহাত্রে খের ১৯৮০ এর মিস ইন্ডিয়া ছিলেন। তার দাদি ঊষা কিরণ একজন নামকরা অভিনেত্রী ছিলেন। তাই সবার নজর এখন তার দিকে।
 
গৌতম গুলাটি (আজহার): ‘বিগ বস সিজন ৮’ বিজয়ী গৌতম গুলাটি।  সুঠাম দেহ এবং সুদর্শন চেহারা দিয়ে ছোট পর্দায় দর্শকের মন জয় করে নিয়েছেন। এবার বড় পর্দার দর্শকের মন জয় করতে চান তিনি। ভারতের ক্রিকেট দলের সাবেক অভিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিনের বায়োপিক ‘আজহার’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে গৌতমের।
 
রিক্তা সিং (শালা খারুস): আর মাধবনের বিপরীতে ‘শালা খারুস’ সিনেমার মাধ্যমে এ বছর বলিউডে অভিষেক হয়েছে রিক্তা সিংয়ের। সিনেমায় তিনি একজন নারী বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমার জন্য অনেক কষ্টও করেছেন তিনি। তবে সেই কষ্ট বৃথা যায়নি। অভিনয়ের জন্য সমালোচকদের অনেক প্রশংসা পেয়েছেন তিনি।
 
অপরশক্তি খুরানা (দাঙ্গাল): অভিনেতা আয়ুষ্মান খুরানার ছোট ভাই অপরশক্তি খুরানা। তিনি একজন জনপ্রিয় ভিজে এবং আরজে। এছাড়া ছোট পর্দায় বেশ কিছু কাজও করেছেন তিনি। তাকে দেখা যাবে আমির খানে ‘দাঙ্গাল’ সিনেমাতে। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
 
দিলজিৎ ডোসাঞ্জ (উড়তা পাঞ্জাব): পাঞ্জাবের জনপ্রিয় অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এবার ‘উড়তা পাঞ্জাব’ সিনেমার মাধ্যমে বলিউডের সিনেমায় পা রেখেছেন তিনি। এখানে বিশেষ একটি চরিত্রে দেখা গেছে তাকে।
 
পূজা হেগড়ে (মহেঞ্জোদারো): আশুতোষ গোয়ারিকরের ‘মহেঞ্জোদারো’ সিনেমার মাধ্যমে এ বছর বলিউডে পা রেখেছেন পূজা হেগড়ে। এর আগে তাকে বেশ কিছু তামিল এবং তেলেগু সিনেমাতে দেখা গেলেও বলিউডে এটা তার প্রথম সিনেমা। সিনেমায় হৃতিক রোশানের বিপরীতে দেখা গেছে তাকে।
 
সায়েশা (শিবে): হিন্দি ও তেলেগু সিনেমার অভিনেত্রী সায়েশা। অজয় দেবগনের শিবে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। গত বছর তেলেগু সিনেমা ‘অখিল’ এ অভিনয় করেছেন তিনি। 
 
ওয়ালুসা ডে সওসা (ফ্যান): ২০১৬ সালের অন্যতম আলোচিত সিনেমা শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’। এ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক হয় ওয়ালুসার।
 
এরিকা কর (শিবে): পোলিশ অভিনেত্রী এরিকা কর। বিবিসি টেলিভিশন সিরিজ ‘দ্য পাসিং বেল’র জন্য পরিচিত তিনি। ‘শিবে’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় প্রথমবার দেখা গেছে তাকে।
 
এবিগাইল এমেস (শিবে): ব্রিটিশ শিশু শিল্পী এবিগাইল এমেস। ‘মি. সেলফ্রিজ’, ‘ক্রিমসন ফিল্ডস’, ‘ললেস’, ‘ডক্টর হু’, ‘দ্য ইন্টারসেপ্টর’-এ তার চরিত্রের জন্য বিশেষভাবে পরিচিত এবিগাইলের অভিষেক হয় ‘শিবে’ সিনেমার মাধ্যমে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া