adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে তৃতীয়বার চ্যাম্পিয়নের মুকুট পরলো ঢাকা

d-d-d-dক্রীড়া প্রতিবেদক : ঢাকার দলপতি সাকিব আগের দিন বলেছিলেন, বিপিএলের চতুর্থ আসর জয় করার ৮০ ভাগ সম্ভাবনা তার দল ঢাকা ডায়নামাইটসের। শুধু কথায় নয়, বাস্তবেই প্রমাণ করে দিলেন,প্রত্যাশা আর প্রাপ্তিও এক হতে পারে। বিপিএলের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা ৫৬ রানের বড় ব্যবধানে রাজশাহী কিংসকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়নের মুকুট পরলো।
বিপিএলের ফাইনাল নিয়ে দেশজুড়ে যেভাবে টানটান উত্তেজনা বিরাজ করছিলো, কিন্তু মাঠে উত্তেজনার পারদ ছড়াতে পারেনি রাজশাহী কিংস। তাদের ব্যাটসম্যানদের ব্যাটে যেনো ছিলো অসহায় আত্মসমার্পণের সুর। যে কারণে ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে আড়াই ওভার বাকি থাকতে ১০৩ রান তুলতেই খতম হয়ে যায় ইনিংস। বড় সংগ্রহ তাড়া করতে গিয়ে প্রথমেই হোঁচট খায় রাজশাহী। তৃতীয় ওভারে আবু জায়েদ রাহীর বলে আন্দ্রে রাসেলকে ক্যাচ দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দলের রান তখন ১৫।
এরপর সাব্বির-মমিনুলের ব্যাটে জয়ের কক্ষপথেই ছিল রাজশাহী কিংস। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৭ রান যোগ করেন এই দুজন। তবে দলীয় ৬২ রানে দ্রুত রান নিতে গিয়ে রান আউট হয়ে ফিরে আসেন সাব্বির রহমান। মারুফের দুর্দান্ত থ্রোয়ে আউট হবার আগে ২২ বলে ২৬ রান করেন সাব্বির। পরের ওভারে মমিনুলও আউট হলে বিপদে পড়ে যায় রাজশাহী। ৩০ বলে ২৭ রান করে সাব্বিরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মমিনুল। ১৩তম ওভারে জেমস ফ্রাঙ্কলিনকে ফিরিয়ে দেন সানজামুল। এরপর ড্যারেন স্যামিকে ফিরিয়ে দিয়ে ডায়নামাইটসকে শিরোপার সুবাস এনে দেন সাকিব আল হাসান। মিডল অর্ডারের ব্যর্থতার দিন নিচের দিককার ব্যাটসম্যানরাও কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ১০৩ রানে অলআউট হয় রাজশাহী।
আজ মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান তোলে সাকিব আল হাসানের ঢাকা । উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় সাকিবের দল। প্রথম তিন ওভারে ২২ রান তুলে নেন এভিন লুইস ও মেহেদী মারুফ। তবে অবস্থা বদলে যায় চতুর্থ ওভারে। মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারের দ্বিতীয় বলে কেসরিক উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মারুফ। তিনি করেন ৮ রান। উইকেটে এসেই স্পিনারদের ওপর চড়াও হন নাসির হোসেন। পঞ্চম ওভারের চতুর্থ বলে আফিফের বলে ক্যাচ দিয়েও বেঁচে যান নাসির। তবে শেষ বলে এগিয়ে এসে বলের লাইন মিস করলে স্টাম্পিংয়ের শিকার হন নাসির। মাত্র ৫ রান করেন এই ব্যাটসম্যান।
এরপর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকতও। ড্যারেন স্যামির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে তিনি করেন ৫ রান। সৈকতের বিদায়ের পর মাত্র ২৫ বলে ৪১ রান তোলেন এভিন লুইস ও কুমার সাঙ্গাকারা। দলীয় ৮৩ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন লুইস। ফরহাদ রেজার বলে আউট হওয়ার আগে ৩১ বলে ৪৫ রান করেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। দলীয় সংগ্রহ ১০০ পেরুনোর পর পঞ্চম উইকেট হারায় ঢাকা। সাঙ্গাকারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ডোয়াইন ব্রাভো।
শিরোপা নির্ধারণী এই ম্যাচে ঢাকাকে সবচেয়ে বড় ধাক্কা দেন সামিত প্যাটেল। ১৬তম ওভারে এই ইংলিশ বোলারকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ফরহাদ রেজার দর্শনীয় ক্যাচে পরিণত হন আন্দ্রে রাসেল। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাসেলের ব্যাটে ঢাকা জিতলেও আজ মাত্র ৮ রান করে আউট হন এই ব্যাটসম্যান।
ম্যান অব দ্য সিরিজ- মাহমুদউল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স)
ম্যান অব দ্য ম্যাচ -সাঙ্গাকারা (ঢাকা)

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া