adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমার শ্রমিক পাঠানো বন্ধ করলাে মালয়েশিয়ায়

myanmarআন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে মিয়ানমার। রোহিঙ্গাদের ওপর দমন-নিপীড়নের তীব্র নিন্দা জানানোয় এই পদক্ষেপ গ্রহণ করেছে মিয়ানমার সরকার।

দেশটির অভিবাসন মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ায় কাজ করতে যাওয়ার জন্য নতুন লাইসেন্স দেয়া স্থগিত করা হয়েছে। ৬ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
মিয়ানমারের হাজার হাজার নাগরিক মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত রয়েছে। বিভিন্ন কারখানায় স্বল্প বেতনের মজুরিতে কাজ করেন তারা। 
মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন চলছে। ৯ অক্টোবর দেশটির সীমান্তবর্তী পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলায় ৯ জন পুলিশ নিহত হয়। এরপর থেকেই মিয়ানমারের সেনাবাহিনী সন্ত্রাস নির্মূলের নামে রাখাইন রাজ্যে অভিযান পরিচালনা করছে। চলমান ওই অভিযানে রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার পাশাপাশি নির্বিচারে রোহিঙ্গা নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করা হচ্ছে।  

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক গত রবিবার রোহিঙ্গা গণহত্যায় অনুমোদন দেয়ার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সুচির তীব্র সমালোচনা করেন। এরপরই মিয়ানমার কর্তৃপক্ষ মালয়েশিয়ায় তাদের শ্রমিক পাঠানো নিষিদ্ধ করে। রাজাক বলেছিলেন, আমরা অং সান সুচিকে বলতে চাই, যথেষ্ট হয়েছে। আমরা অবশ্যই ইসলাম এবং মুসলমানদের রক্ষা করবো। এধরনের গণহত্যা বিশ্ববাসী বসে বসে দেখতে পারে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া