adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাক বিভাগ পণ্য বিতরণ করবে অনলাইনের

dak-bivagডেস্ক রিপাের্ট : ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গ্রাম পর্যায়েও ই-কমার্স সেবা পেতে যাচ্ছে  প্রান্তিক মানুষ। এ জন্য ই-কমার্সের পণ্য ডেলিভারিতে উদ্যোগ নিচ্ছে ডাক বিভাগ।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উদ্যোগে দেশের ৯ হাজার ৮৮৬টি পোস্ট অফিসকে ই-কমার্সের কেন্দ্রবিন্দু করতে সহযোগি হিসেবে থাকছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাব।  

গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ডাক বিভাগ ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) একটি সমঝোতা সই হয়েছে বলে জানিয়েছেন ই-ক্যাব সভাপতি রাজীব আহমেদ।

তিনি জানান, এই চুক্তির মাধ্যমে কিছুদিনের মধ্যেই ই-ক্যাব সদস্যরা  ডাকবিভাগের মাধ্যমে ই-কমার্স ডেলিভারি করতে পারবেন।

ই-ক্যাব সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হকসহ ই-ক্যাব জানিয়েছেন, প্রতিমন্ত্রীর সরাসরি তত্বাবধানে পোস্ট অফিসগুলো ই-কমার্সের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে ডাক বিভাগ ই-কমার্স সেবায় জাপানের মডেল অনুসরণ করার চেষ্টা করছে। এর বাইরে কানাডা, অস্ট্রেলিয়ার মডেলগুলোও সংগ্রহ ও পর্যালোচনার করবে বাংলাদেশ ডাক বিভাগ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া