adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবার বইয়ের প্রচ্ছদ এবারও কন্যার হাতে

2016_01_21_16_38_27_zLAsDQksEYtyGaFnAqwGbUOZ0KFNXP_original বিনোদন ডেস্ক : আসছে অমর একুশে বই মেলায় অভিনেতা আবুল হায়াতের লেখা ‘নির্বাচিত গল্প সংকলন’ শিরোনামে একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। যার প্রচ্ছদ অলংকরণ করছেন তারই কন্যা অভিনেত্রী বিপাশা হায়াত।   

অভিনেতা আবুল হায়াত অভিনয়ের পাশাপাশি লেখালেখির সঙ্গেও জড়িত। অন্যদিকে তার কন্যা বিপাশা হায়াতও দেশের স্বনামধন্য আঁকিয়ে। অভিনয় থেকে কিছুটা দূরে সরে আঁকাআঁকিতেই ডুবেছেন। 
 
জানা গেলো, আবুল হায়াতের লেখা ‘জল ডুবা’, ‘দেয়াল’, ‘অন্যকিছু’, ‘অচেনা’সহ ১২টি গল্পের সম্বন্নয়ে প্রকাশিত্য ‘নির্বাচিত গল্প সংকলন’ এর প্রচ্ছদ অলংকরণ করতে চলেছেন তার মেয়ে বিপাশা হায়াত। 

 

নিজের বইয়ের এ প্রচ্ছদ মেয়ের হাতে করা প্রসঙ্গে আবুল হায়াত বাংলামেইলকে বললেন, ‘বিপাশা আগেও আমার কয়েকটি বইয়ের প্রচ্ছদ করেছে। সেগুলো আমার ভালো লেগেছে। আমার মেয়ে বলে বলছি না, শিল্প বোদ্ধারাও সেই অলংকরণগুলোর প্রসংশা করেছে। তাই এবারে বই মেলায় প্রকাশিতব্য বইটিও তাকেই দিয়েছি।’

উল্লেখ্য, প্রকাশিতব্য আবুল হায়াতের ‘নির্বাচিত গল্প সংকলন’ বইটি আসন্ন অমর একুশে বই মেলার দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া