adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা: ৪৯৪, বাংলাদেশ: ৩১২

image-23385ক্রীড়া প্রতিবেদক :  বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট

তৃতীয় দিন শেষে ১৮২ রানে পিছিয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৯৪ (১২৯.১ ওভার)

দিমুথ করুনারাত্নে বোল্ড বল মিরাজ ৩০ রান (৭৬ বল)

উপুল থারাঙ্গা বোল্ড বল শুভাশিষ ৪ রান (১৪ বল)

কুসল মেন্ডিস ক্যাচ তামিম বল মিরাজ ১৯৪ রান (২৮৫ বল)

দিনেশ চান্দিমাল ক্যাচ মিরাজ বল মোস্তাফিজ ৫ রান (৫৪ বল)

আসেলা গুনারত্নে বোল্ড বল তাসকিন ৮৫ রান (১৩৪ বল)

নিরোশান ডিকওয়েলা ক্যাচ রিয়াদ বল মিরাজ ৭৫ রান (৭৬ বল)

দিলরুয়ান পেরেরা এলবিডব্লিউ বল মিরাজ ৫১ রান (৭৭ বল)

রঙ্গনা হেরাথ ক্যাচ সৌম্য বল মোস্তাফিজ ১৪ রান (১৯ বল)

সুরঙ্গা লাকমল রান আউট (মোস্তাফিজ/লিটন) ৮ রান (২৯ বল)

লক্ষণ সান্দাকান ক্যাচ মিরাজ বল সাকিব ৫ রান (১৫ বল)

লাহিরু কুমারা অপরাজিত ০ রান (১ বল)

উইকেট পতন: ১-১৫ (থারাঙ্গা, ৫.৪ ওভার), ২-৬০ (করুনারত্নে, ২২.৩ ওভার), ৩-৯২ (চান্দিমাল, ৩৯.৫ ওভার), ৪-২৮৮ (গুনারত্নে, ৮২.৫ ওভার), ৫-৩৯৮ (মেন্ডিস, ১০৩.৩ ওভার), ৬-৪৩২ (ডিকওয়েলা, ১০৯.৬ ওভার), ৭-৪৫৭ (হেরাথ, ১১৬.২ ওভার), ৮-৪৮০ (লাকমল, ১২৫.৩ ওভার), ৯-৪৯৪ (পেরেরা, ১২৮.৫ ওভার), ১০-৪৯৪ (সান্দাকান, ১২৯.১ ওভার)।

বোলিং

মোস্তাফিজুর রহমান ২৫ ওভার, ৬৮ রান, ২ উইকেট

তাসকিন আহমেদ ২১ ওভার, ৭৭ রান, ১ উইকেট

শুভাশিষ রায় ২৪ ওভার, ১০৩ রান, ১ উইকেট

মেহেদী হাসান মিরাজ ২২ ওভার, ১১৩ রান, ৪ উইকেট

সাকিব আল হাসান ৩২.১ ওভার, ১০০ রান, ১ উইকেট

সৌম্য সরকার ৩ ওভার, ৯ রান, ০ উইকেট

মাহমুদউল্লাহ রিয়াদ ২ ওভার, ১০ রান, ০ উইকেট

 

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১২ (৯৭.২ ওভার)

তামিম ইকবাল রান আউট (ডিকওয়েলা) ৫৭ রান (১১২ বল)

সৌম্য সরকার ক্যাচ কুমারা বল লাকমল ৭১ রান (১৩৭ বল)

মুমিনুল হক এলবিডব্লিউ বল দিলরুয়ান ৭ রান (১৭ বল)

মুশফিকুর রহিম বোল্ড বল হেরাথ ৮৫ রান (১৬১ বল)

সাকিব আল হাসান ক্যাচ ডিকওয়েলা বল সান্দাকান ২৩ রান (১৯ বল)

মাহমুদউল্লাহ রিয়াদ বোল্ড বল কুমারা ৮ রান (২৬ বল)

লিটন দাস ক্যাচ গুনারত্নে বল হেরাথ ৫ রান (১৩ বল)

মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউ বল দিলরুয়ান ৪১ রান (৭৭ বল)

তাসকিন আহমেদ এলবিডব্লিউ বল দিলরুয়ান ০ রান (১ বল)

শুভাশিস রায় অপরাজিত ০ রান (১৪ বল)

মোস্তাফিজুর রহমান ক্যাচ মেন্ডিস বল হেরাথ ৪ রান (৯ বল)

উইকেট পতন: ১-১১৮ (তামিম, ৩৫.৬ ওভার), ২-১২৭ (মুমিনুল হক, ৪০.৩ ওভার), ৩-১৪২ (সৌম্য, ৪৮.৬ ওভার), ৪-১৭০ (সাকিব, ৫৫.২ ওভার), ৫-১৮৪ (মাহমদুউল্লাহ, ৬২.৪ ওভার), ৬-১৯২ (লিটন, ৬৫.৩ ওভার), ৭-২৯৮ (মিরাজ, ৯০.১ ওভার), ৮-২৯৮ (তাসকিন, ৯০.২ ওভার), ৯-৩০৮ (মুশফিক, ৯৫.৪ ওভার), ১০-৩১২ (৯৭.২ ওভার)।

বোলিং

সুরঙ্গা লাকমল ১৪ ওভার, ৪২ রান, ১ উইকেট

লাহিরু কুমারা ১৬ ওভার, ৭০ রান, ১ উইকেট

দিলরুয়ান পেরেরা ১৯ ওভার, ৫৩ রান, ৩ উইকেট

রঙ্গনা হেরাথ ২৬.২ ওভার, ৭২ রান, ৩ উইকেট

লক্ষণ সান্দাকান ২২ ওভার, ৬৯ রান, ১ উইকেট

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায়, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), লক্ষণ সান্দাকান, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা।

টস: টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আম্পায়ার: আলিম দার (পাকিস্তান), মারাইস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)

টিভি আম্পায়ার: সুন্দরম রবি (ভারত)

ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবুয়ে)

রিজার্ভ আম্পায়ার: রবীন্দ্র উইমালাসিরি


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া