adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫০০ কেজি ওজনের নারী

500আন্তর্জাতিক ডেস্ক : মিশরের আলেকজান্দ্রিয়ার বাসিন্দা এই নারীর ওজন ৫০০ কেজিরও বেশি। ধারণা করা হচ্ছে, তিনিই বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী। চিকিতসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

২৩ অক্টােবর রােববার যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ৩৬ বছর বয়সী ইমান আহমেদ আবদুলাটি গত ২৫ বছর ধরে বাড়ির বাইরে বের হননি। শরীরের ওজন বেড়েই চলেছে ইমানের। এই মুহূর্তে তার ওজন ৫০১ দশমিক ৬৭ কেজির কিছু বেশি। তার খাওয়া-দাওয়া, গোসল, কাপড় বদলানো, বাথরুমে যাওয়াসহ দৈনন্দিন যাবতীয় কাজে সাহায্য করেন তার মা এবং বোন ছায়মা আব্দুলাটি।

পারিবারিক সূত্র জানায়,  জন্মের সময় ইমানের ওজন ছিল ৫ কেজি। মাত্র ১১ বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে পরিবারের দাবি। এরপরেই দেহের অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার ফলে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি।

চিকিৎসকদের মতে, পরজীবী সংক্রমণের ফলে তিনি অ্যালিফ্যান্টিয়াসিস রোগে আক্রান্ত হন। এই অসুখে মানুষের হাত ও পা অতিরিক্ত ফুলে ওঠে।

আত্মীয়দের দাবি, অতীতে চিকিসৎকরা জানিয়েছিলেন যে, শরীর থেকে অপ্রয়োজনীয় তরল না বেরোনোর ফলেই ইমানের ওজন বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে, অবিলম্বে কায়রোর হাসপাতালে অস্ত্রোপচার না করা হলে ইমানের জীবন সঙ্কট দেখা দিতে পারে।

অতিরিক্ত মেদবৃদ্ধির কারণেই কখনো স্কুলে যেতে পারেননি ইমান। কেউ কেউ আবার মনে করেন, শৈশবে বাবার মৃত্যুতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলেই শরীরের ওজন দ্রুত বাড়তে শুরু করে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া