adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি -নেইমারদের হাতে লা লিগার ট্রফি উঠছে আজ

full_822225135_1432336039স্পোর্টস ডেস্ক : এক মৌসুম পর আবারও শিরোপার স্বাদ পেতে যাচ্ছে লিওনেল মেসির বার্সেলোনা। আজ লা লিগায় চলতি মৌসুমের শেষ দিন। আগেই নিশ্চিত করা ট্রফিটা হাতে নিয়ে শ্যাম্পেনে ভেজার অপেক্ষায় আছে বার্সেলোনা। 

ট্রফি হাতে নেওয়ার এ উতসবটা অবশ্য নিজেদের মাঠেই সারতে পারছে কাতালানরা। আজ ন্যু-ক্যাম্পে মৌসুমের শেষ ম্যাচে দিপোর্তিভো লা করোনার বিপক্ষে খেলতে নামছে মেসিরা। 

এক অর্থে বলতে গেলে এটাকে কোপা দেল রে কাপ ফাইনাল (৩০ মে) এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের (৬ জুন) প্রস্তুতি ম্যাচও বলা চলে! 

অন্যদিকে শিরোপাহীন রিয়াল মাদ্রিদের মৌসুমও শেষ হচ্ছে আজ। সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্ল্যাঙ্কোসরা খেলতে নামছে গেটাফের বিপক্ষে।

লা লিগায় ৩৭ ম্যাচে ৯৩ পয়েন্ট সংগ্রহ করে বার্সেলোনা শিরোপা নিশ্চিত করেছে। সমান ম্যাচে ৮৯ পয়েন্ট সংগ্রহ করে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্ব নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে এরপরের স্থানটা নিয়েই রয়েছে সমস্যা। 

অ্যাটলেটিকো মাদ্রিদ ৩৭ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা ভ্যালেন্সিয়া একটা হুমকি হয়ে আছে অ্যাটলেটিকোর জন্য। আজ অ্যাটলেটিকো মাদ্রিদ গ্রানাডার মুখোমুখি হচ্ছে অ্যাওয়ে ম্যাচে। এই গ্রানাডাকে আবার দিতে হচ্ছে রেলিগেশন টেস্ট। 

আজ হারলে সামনের মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলতে হবে গ্রানাডাকে। অন্যদিকে ভ্যালেন্সিয়া আজ আলমেরিয়ার মুখোমুখি হচ্ছে। যদি অ্যাটলেটিকো হেরে যায়, তবে ভ্যালেন্সিয়ার সামনে সুযোগ থাকবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব ধরার। আবার ভ্যালেন্সিয়া হেরে গেলে সেভিয়াও আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পেতে পারে। ৭৩ পয়েন্ট নিয়ে পঞ্চমে অবস্থান করছে সেভিয়া। 

আজ তারা শক্তিশালী মালাগার মুখোমুখি হচ্ছে। বার্সেলোনার অবশ্য এতকিছু নিয়ে ভাবনা নেই। তারা আজ শিরোপা উতসবটা ন্যু-ক্যাম্পে দারুণ এক জয়েই করতে চায়। বিশেষ করে গোলের হিসাবে এখনো রিয়াল মাদ্রিদ এগিয়ে। 

চলতি মৌসুমে লা লিগায় ১১১ গোল করেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা করেছে ১০৮ গোল। কে জানে, এই ব্যবধানও হয়তো আজ ঘুচিয়ে দেবেন মেসি-নেইমাররা!

শেষ দিনে মোটামুটি বেশ কয়েকটা দৃশ্যই মঞ্চায়িত হতে যাচ্ছে। কর্ডোভা রেলিগেশনে পড়ে এরই মধ্যে নেমে গেছে দ্বিতীয় বিভাগে। 

গ্রানাডা, দিপোর্তিভো, অ্যাইবার ও আলমেরিয়ার যে কোনো দুটোকে রেলিগেশনে পড়তে হবে। এর মধ্যে অ্যাইবারের সামনে আজ সহজ শিকার কর্ডোভা। অন্য তিন দলের সামনেই কঠিন লড়াই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া