adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজেপি ছাড়লেন সিধু

bjpআন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে১৪ সেপ্টেম্বর বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন সাবেক ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধু। চণ্ডীগড়ে তার স্ত্রী নবজ্যোৎ কৌর সিধু গণমাধ্যমকে এ তথ্য জানান বলে এনটিভির খবরে বলা হয়। তিনি নিজেউ পাঞ্জাবের বিধানসভায় বিজিপির সদস্য।

গত জুলাই মাসে রাজ্যসভা থেকে সিধু পদত্যাগ করেন।

গত জুলাই মাসে রাজ্যসভা থেকে পদত্যাগের পর আম আদমি পার্টিতে যোগ দেওয়া নেওয়া অরবিন্দ কেজরিওয়ালের কথাবার্তা চলেছিল সিধুর। কিন্তু আলোচনা সফল না হওয়ায় তিনি ‘আওয়াজে পাঞ্জাব’ নামের একটি দল গঠনের ঘোষণা দিয়েছিলেন। তাঁর স্ত্রীর বক্তব্য অনুযায়ী, এ সময়ে এত কিছু চললেও তিনি আসলে এত দিন বিজেপি থেকে পদত্যাগ করেননি।

সিধুর স্ত্রী বলেছেন, সিধু নতুন দল গঠন করলে তিনিও বিজেপি থেকে পদত্যাগ করবেন।

সিধু তার দল থেকে মুখ্যমন্ত্রীর পদে লড়বেন। তার মতাদর্শের সঙ্গে মিলবে এমন ব্যক্তিদের দলে যোগ দিয়ে তার সঙ্গে হাত মেলাতে তিনি আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহে সিধু আম আদমি পার্টিতে যোগ না দেওয়ার কারণও ব্যাখ্যা করেছিলেন। তার অভিযোগ, পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তার দলে এমন মানুষ চান, যিনি সব সময় ‘জি, জি’ করবেন। এ ছাড়া কেজরিওয়াল তাঁকে আগামী বছর পাঞ্জাব অ্যাসেম্বলির নির্বাচনে না লড়তে বলেছেন। এসব কারণে তিনি আম আদমিতে যোগ দিচ্ছেন না। শুধু আম আদমি নয়, কংগ্রেসের পাঞ্জাব প্রধান অমরিন্দর সিংও তাঁকে দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সিধু তা গ্রহণ করেননি।

ক্রিকেট ছেড়ে দেওয়ার পর সিধু রাজনীতিতে যোগ দেন। ২০০৯ সালে বিজেপির প্রার্থী হিসেবে পাঞ্জাবের অমৃতসর থেকে তিনি ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় জেতেন। পাঁচ বছর ধরে সাংসদ থাকার পর ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রার্থী মনোনয়নে অরুণ জেটলির কাছে হেরে যান তিনি। কিন্তু তাকে দলে রাখতে বিজেপির সুপারিশে রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য করা হয়। তবে তখন থেকে জেটলিকে মনোনয়ন দেওয়ায় হতাশ ছিলেন সিধু। তবে ওই নির্বাচনে অমরিন্দর সিংয়ের কাছে হেরে যান জেটলি। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ ছিল, সিধুর পথে বাধা সৃষ্টি করেছিলেন বলে জেটলি জিততে পারেননি।

ধারণা করা হচ্ছে, এসব কারণে গত জুলাই মাসে রাজ্য সভা থেকে পদত্যাগ করেন সিধু।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া