adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেল মেখে রোবটে রূপান্তরিত হবে মানুষ!

2016_04_28_14_32_25_qKotjjtGyXVbRdFR1kdIWahQo57siq_originalডেস্ক রিপোর্ট : মানুষের শরীর বিচিত্র এবং ‍যুগান্তকারী। কিন্তু তা ঠুনকো। সামান্য আঘাত লাগলে শরীরে চিড় ধরে। ভেঙ্গে যায়, মচকে যায় শরীর। কিংবা ক্ষুদ্র একটি ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার শরীরে ঢুকে প্রাণ নিয়ে নিতে পারে। মানুষের শরীর যদি ইলেকট্রোনিক্স যন্ত্রাংশের মত হতো তবে এই সমস্যার হাত থেকে রেহাই মিলতো।  

এই সমস্যার সমাধানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। 

তারা নতুন ধরনের হাইড্রোজেল উদ্ভাবন করেছেন। এটা পানির মত তরল পলিমার। দেখতে অনেকটা মাংশ পেশীর মত। মানুষের শরীরের রগের মতই এটি।

এই জেলে খুব ক্ষুদ্র আয়তনের ইলেট্রোনিক্স পদার্থ রয়েছে। যেটা শরীরের অভ্যন্তরের কার্যকলার তদারক করতে পারে। ইলেক্ট্রোনিক উদ্দীপনার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী শরীরে ঔষধ সরবরাহ করতে পারে। 

এই হাইড্রোজেল খুবই নমনীয়। এগুলোকে বাঁকানো যায়। ভাঁজও করা যায়।

এই জেলের প্রলেপ শরীরে মেখে নিলে মানুষের শরীর থাকবে সুরক্ষিত। ফলে রোগ বালাই কাছে ভিড়তে পারবে না।

গবেষক দল জানিয়েছেন, এই জেল এখনই সকলের ব্যবহারের জন্য অনুমোদিত নয়। এটি বাণিজ্যিক উৎপাদনের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্টেশনের বরাবর আবেদন করা হয়েছে। 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া