adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী ট্যাঙ্ক ব্যবহার করছে ইসরাইল

merkava4_2আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় উপত্যাকায় হামরায় ইসরাইল বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী ট্যাঙ্ক ব্যবহার করছে।
 এর আগে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কলোম্বিয়াকে ৪০ টি ট্যাঙ্ক দিয়ে সহায়তা করেছিল ইসরাইল। ওই সময় মার্কাবা-৪ ব্যবহার করা হয়েছিল। আর রাশিয়ার ছিল টি-৭০ ট্যাঙ্ক। বর্তমানে ইসরাইলের কাছে মার্কাবা-৫ রয়েছে যা বিশ্বের মধ্যে সর্বাধুনিক।
 
জানা যায়, ১৯৭৩ সালে এই মার্কাবা-১,২,৩,৪ অবিষ্কার হয়। এর ব্যবহার শুরু হয় ১৯৮২ সালে লেবানন যুদ্ধে। এই মার্কবা ট্যাঙ্ক নিজে নিজে চলতে পারে। আবার রিমোর্ট কন্ট্রোল সিস্টেমও রয়েছে এটাতে। এর ইঞ্জিন সামনে। আকাশে ওড়া বিমান ধ্বংস করতে পারে এই ট্যাঙ্ক। তাছাড়া গ্রেনেড, মর্টার ও ধোয়া ছুড়তে পারে এটা। ক্রু, কমান্ডার, গানার, ড্রাইভারসহ ৯জন সৈন্য বসতে পারে এই ট্যাঙ্কের ভেতরে। এছাড়া একটি এ্যাম্বুলেন্সও রয়েছে। যেখানে দুজন রোগি বহন করা সম্ভব। এছাড়া এই ট্যাঙ্কে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস), ৪২ টন মিটার ক্রেন ও লেজার মেশিনগান রয়েছে এই ট্যাঙ্কে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া