adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বললেন – সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে চাই

prime_110927নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর একের পর এক অন্যায় হয়েছে রাষ্ট্রীয় মদদে। ঘাতকদের পুরস্কৃত করা হয়েছে। তাদের বিদেশে চাকরি দিয়ে, দল গঠন করে এবং রাষ্ট্রের শীর্ষ পদে বসানো হয়েছে। কারচুপির নির্বাচনের মাধ্যমে ঘাতকদের পুনর্বাসিত করা হয়েছে। কিছু হলেই দেখা যায়, আমার কাছে বিচার চাওয়া হচ্ছে, অথচ একদিন আমি এবং আমার পরিবার খুনের বিচারও চাইতে পারি নাই। সেই অধিকারটুকুও আমাদের ছিল না।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে লিগ্যাল এইড কল সেন্টার জাতীয় হেল্পলাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ হেল্পলাইনে (১৬৪৩০) ফোন করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাবেন দেশের স্বল্প আয়ের ও অসহায় বিচারপ্রার্থী নাগরিকরা।

প্রধানমন্ত্রী বলেন, বহু মানুষ বিচার পান না, অনেকে মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছেন। তারা বা তাদের পরিবারের সদস্যরা জানেনই না যে, কীভাবে এ দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কীভাবে আইনগত সহায়তা পেতে হয়। তাদের কল্যাণেই জাতীয় আইনগত সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। সমাজের অসহায়-দরিদ্র মানুষের সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা স্বাধীন জাতি। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। স্বাধীন দেশে তিনি একটি সংবিধান দিয়ে গেছেন। যেখানে মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমরা বঙ্গবন্ধুর সেই সংবিধানের পদাঙ্ক অনুসরণ করছি।

পঁচাত্তর-পরবর্তী সময়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হলো। এরপর যেন এ হত্যাকাণ্ডের কোনো বিচার না হয়, সেজন্য একটি অধ্যাদেশ জারি করা হলো। আমাদের বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়। তবে, জনগণের রায়ে ২১ বছর পর ক্ষমতায় এসে আমরা সেই অধ্যাদেশ বাতিল করে ওই বর্বর হত্যাকাণ্ডের বিচার করি।

বিচার চাওয়ার অধিকার সকলেরই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই বিচার চাওয়ার অধিকার পেলে অবহেলিত-নিম্নবিত্ত মানুষরা কেন পাবে না?

তিনি এসময় অন্ন-বস্ত্র-স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সরকারের নানা উন্নয়নমুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। তুলে ধরেন দেশকে উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে ডিজিটাল কার্যক্রমও।


প্রধানমন্ত্রী বলেন, দুঃস্থ মানুষকে সহায়তা করতে হবে। সমাজের বিভিন্ন প্রান্তে বহু অসহায় মানুষ আছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের টার্গেট। তিনি মঞ্চে বসা আইনমন্ত্রীর দৃষ্টি আাকর্ষণ করে বলেন, কারাগারেও বহু বন্দী রয়েছে, যারা বিনা বিচারে সেখানে রয়েছে। এদেরকে খুঁজে বের করে আইনি সহায়তা দিতে হবে। সরকার বিচারব্যবস্থার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অসহায় ও দুঃস্থ মানুষদেরকে বিনা খরচে সহায়তা দেয়া হবে। তিনি বলেন, আমরা চাই দেশ সুষ্ঠুভাবে চলুক, দেশে আইনের শাসন আরো জোরদার হউক,সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হউক। তিনি বলেন, আমরা উন্নয়নকে তৃণমূলে নিয়ে যেতে চাই। উন্নয়ন কেবল রাজধানীভিত্তিক হলে চলবে না। আমরা আয়ের বৈষম্য দূর করতে চাই। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। রাজধানীর বস্তিবাসী যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে সে দিকে কাজ করে যাচ্ছে সরকার। আমরা কখনো নিম্নে থাকব না-উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা কারো কাছে ভিক্ষা চাই না। হ্যাঁ, আমরা ধার নেব, তবে তা সুদে-আসলে ফেরত দেই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া