adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হয়দরাবাদে ছোটো ভাইয়ের আদরে আছেন ‌ফিজ

mustafizurস্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যেয়ে বেশ সুখে আছেন মুস্তাফিজুর রহমান। পুনের বিপক্ষে আজ আরেকবার মাঠে নামছেন তিনি। তার আগে ভারতীয় একটি পত্রিকার সঙ্গে আলাপকালে জানিয়েছেন, হায়দ্রাবাদের সংসারে পার করা দিনগুলির কথা।

‘দলে আমাকে সবাই ফিজ বলে ডাকে। সবার চেয়ে ছোটো আমি। সবাই অনেক ভাল,’ বলেন মুস্তাফিজ, ‘ডেভিড ওয়ার্নারের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়েছে। বিরেন্দর সরনের সঙ্গেও। ভিভিএস লক্ষণ এবং মুরালি ধরনও আমাকে ছোটো ভাইয়ের মতো মূল্যায়ন করেন।’

হায়দ্রাবাদ দলপতি ওয়ার্নার ম্যাচ শেষে বলেছিলেন, মুস্তাফিজের বল নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ভাষা নিয়ে একটু বিপাকে পড়তে হচ্ছে তাদের।

মুস্তাফিজ বলছেন আন্তরিকতার কারণেই এই সমস্যা মিটে যাচ্ছে, ‘সত্যিকার অর্থে ওসব সমস্যা নয়। হিন্দি-ইংলিশ ভালো না বুঝলেও সবাই আমাকে অনুসরণ করে। তারা আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে আমাকে বোঝার।’

মুস্তাফিজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ইতিহাস গড়েছেন। আইপিএলে সবচেয়ে কৃপণ বল করার নজির গড়েছেন তিনি। চার ওভারে ৯ দিয়ে দুই উইকেট নেন। এর আগে রজত ভাটিয়া একবার ১০ রানে এক উইকেট নিয়েছিলেন। আজও পুনের বিপক্ষে এই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন তিনি। বাংলাদেশ সময় রাত সাড়ে আটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

জীবনের প্রথম একদিনের সিরিজে ভারতীয় অধিনায়ক ধোনির সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল মুস্তাফিজের। ক্রিজের মাঝখানে দাঁড়িয়ে থাকায় মুস্তাফিজকে ধাক্কা মারেন ধোনি। নবাগত এক তরুণকে ওভাবে ধাক্কা মারায় সমালোচনার মুখে পড়েন ভারত কাপ্তান। পরে অবশ্য ধোনি দাবি করেন, ইচ্ছা করে অমনটা করেননি তিনি।

মুস্তাফিজও পত্রিকাটির সঙ্গ আলাপকালে বললেন ধোনির কাছে দুঃখ প্রকাশ করতে চান, ‘আমি ইচ্ছা করে ওটা করিনি। আমি পিছন দিয়ে চলে যেতে চেয়েছিলাম। ওনার সঙ্গে দেখা হলে সরি বলতে চাই।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া