adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটের জন্য চলচ্চিত্রের দর্শক কমেছে: কাজী হায়াত

HAYETনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্রের দর্শক সংকটের কারণ হিসেবে বাংলাদেশের মানুষের হঠাত করে ক্রিকেট উন্মাদনায় ভেসে যাওয়াকে চিহ্নিত করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত। তিনি বলেন, 'এদেশের মানুষ হঠাৎ করেই ক্রিকেটপ্রেমী হয়ে উঠেছেন। ফলে ক্রিকেট উন্মাদনার জন্য আমাদের চলচ্চিত্রের দর্শক কমেছে।'

৩ এপ্রিল রবিবার জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে কাজী হায়াত বলেন, এদেশে হঠাত করেই ক্রিকেট অতিমাত্রায় জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে ওয়েস্ট ইন্ডিজের গ্রিস গেইল হয়ে যাচ্ছে এদেশের একজন কৃষকের কাছে তারকা। আগে সিনেমার নায়ক-নায়িকারা সবার কাছে তারকা ছিল। এখন ক্রিকেটাররা তারকা হয়ে উঠেছেন। ফলে সিনেমার দর্শক প্রেক্ষাগৃহে না গিয়ে ক্রিকেট মাঠ কিংবা পর্দায় ক্রিকেট তারকাদের দেখতে চাইছে।'

ক্রিকেট উন্মাদনা সিনেমার দর্শক কমেছে দাবী করে কাজী হায়াত আরো বলেন, ষাট-সত্তরের দশকে সিনেমার উন্মাদনায় ভেসে অনেক লোকজ খেলা থেকেও মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন ক্রিকেট উন্মাদনায়য় সিনেমার দর্শক কমাচ্ছে'।

কাজী হায়াত বলেন, এ থেকে উত্তরণের পথ আমার জানা নেই। তাই এই বিষয়ে খুব বেশী কথা বলতে চাই না।'

সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ‘দর্শক সংকট ও বিলুপ্তির পথে প্রেক্ষাগৃহ: বাংলাদেশের চলচ্চিত্রের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া