adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফিরা এখন ঢাকায় – যা বললেন টাইগার দলপতি

Mashrafi1459054524ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ লড়াইয়ে মূলপর্ব নিশ্চিত করে বাংলাদেশ। তাই মূলপর্বে তাদের কাছ থেকে আরও ভালো কিছুর প্রত্যাশায় ছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু মূলপর্বে গ্রুপ ওয়ানের লড়াইয়ে একটি ম্যাচেও শেষ হাসি হাসতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা।
 
জয়ের হাসি হাসতে না পারলেও প্রতিটি ম্যাচে ভালো ক্রিকেট উপহার দিয়েছে মাশরাফি-তামিম-মুস্তাফিজরা। তবে টাইগার সমর্থকদের সবচেয়ে বেশি পুড়িয়েছে ভারতের বিপক্ষে ১ রানে হারের হতাশা। স্বাগতিকদের বিপক্ষে ভাগ্যবিড়ম্বানায় হেরে গেলেও দারুণ প্রতিযোগিতা হওয়ায় সন্তুষ্ট অনেকেই।
 
টি-টোয়েন্টি মিশন শেষ করে রোববার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল ৯টার দিকে হযরত শাহজালালর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাশরাফি স্কোয়াড। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, ‘সামনে আমরা আরো ভালো করতে পারবো, দলের ক্রিকেটারদের মধ্যে এ যোগ্যতা রয়েছে। অনেকগুলো হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। তবে এবারের আসর থেকে দলের সবাই দারুণ কিছু শিখেছে, যা ভবিষ্যতে সংক্ষিপ্ত  ফরম্যাটে ভালো খেলতে সহায়তা করবে।’
 
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়া তাসকিন সানিকে নিয়ে মাশরাফি বলেন, ‘ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আমাদের মধ্যে তাসকিন ও সানির শূন্যতা অনুভব হয়েছে। তারা থাকলে হয়ত আরও ভালো করতে পারতাম আমরা। তবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আমাদের জয় পাওয়াটা দরকার ছিল।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া