adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জর্ডানের কাছে ৮ গোলের লজ্জায় ডুবলো বাংলাদেশ

jorden-vs-bangladesh20160324152954স্পোর্টস ডেস্ক : সাউথ এশিয়ান ফুটবল, বঙ্গবন্ধু গোল্ডকাপের ধাক্কায় বাংলাদেশের ফুটবলের যে কী অবস্থা দাঁড়িয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জর্ডান। রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের শেষ ম্যাচে এসে বাংলাদেশকে লজ্জায় ডোবালো মধ্য এশিয়ার দেশটি। ৮-০ গোলে হারিয়েছে তারা বাংলাদেশকে। 

তুলনামূলকভাবে অনেক শক্তিশালি জর্ডান। তাই বলে অস্ট্রেলিয়া, কিরগিজিস্তান কিংবা তাজিকিস্তানের চেয়ে তো আর বেশি শক্তিশালি নয়। অথচ, অস্ট্রেলিয়া কিংবা কিরগিজস্তানের চেয়েও অনেক বেশি গোল হজম করে লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে।

আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ০-৮ গোলে হেরেছে জর্ডানের কাছে। ঘরের মাঠ আম্মান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশকে নিয়ে ছেলে খেলায় মেতেছিল জর্ডানের ফুটবলারা। প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও তিনবার বাংলাদেশের জালে বল জড়ায় মধ্য প্রাচ্যের দেশটি। ৭, ২৩, ২৯, ৩২, ৪০, ৬৩, ৮২ ও ৯০ মিনিটে গোল করে জর্ডান। হ্যাটট্রিক করেছেন হামজা আল দারাদ্রেস।

ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের প্রথম লেগে জর্ডান জিতেছিল ৪-০ গোলে। বড় এ পরাজয়ের মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশের মিশন বিশ্বকাপ। ৮ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ১৬ জুন ঘরের মাঠে তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লাল সবুজ জার্সিধারীরা। ৮ ম্যাচে বাংলাদেশ গোল খেয়েছে ৩২টি। দিয়েছে মাত্র ২টি। ‘বি’ গ্রুপের তলানীতে থেকেই বাছাই পর্ব শেষ করলো বাংলাদেশ।

বিশ্বকাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে নিজেদের মাঠে কিরগিজস্তানের কাছে ১-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নিজেদের মাঠেই তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মামুনুলরা। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে ০-৫ ব্যবধানে হেরে এসেছিল বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে খেলেছিল নিজেদের মাঠে। ওই ম্যাচে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কিরগিজস্তানের মাঠে গিয়ে ০-২ গোলে হেরে এসেছিল। তাজিকিস্তানের মাঠে গিয়ে হেরেছিল ০-৫ ব্যবধানে। অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে স্বাগতিকদের হারিয়েছিল ০-৪ ব্যবধানে। সর্বশেষ জর্ডানের মাঠে গিয়ে হারলো ০-৮ গোলে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া