adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ ১৫ মার্চ অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন

Mohit1457969075নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির বিষয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। আজ ১৫ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
 
১৪ মার্চ সোমবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের বৈঠক হওয়ার কথা ছিল। গভর্নর ভারতে একটি সম্মেলনে যোগদান শেষে আজ বিকেলে ফিরেছেন। এসেই অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর ফোনে কথা হয় কিন্তু বৈঠক হয়নি।
 
এর আগে সকালে অর্থমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, বেলা ২/৩টার দিকে তিনি কিছু একটা জানাবেন। এ সময় সাংবাদিকেরা তার কাছে জানতে চান বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের কোনো পরিবর্তন হবে কি না। জবাবে মন্ত্রী বলেন, ‘হ্যাঁ আমি জানাব। নিশ্চিতভাবে এটি একটি বড় ঘটনা।’
 
প্রসঙ্গত, ফিলিপাইনের ডেইলি ইনকোয়ারারে গত ২৯ ফেব্রুয়ারি  প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার লোপাটের খবর এলে গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। ফেব্রুয়ারি মাসের শুরুতে অর্থ লোপাট হলেও তা চেপে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে তা ‘সামাল দেওয়ার চেষ্টা করেছে’ তাকে ‘অযোগ্যতা’ অভিহিত করে ক্ষুব্ধ অর্থমন্ত্রী রোববার বলেছিলেন, এই ‘স্পর্ধার’ জন্য ‘অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে’।
 
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে একটি বিবৃতি দেবেন বলেও জানিয়েছিলেন মুহিত। তবে ১৪ মার্চ সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেও দুপুর পর্যন্ত সেই বিবৃতি না আসায় সাংবাদিকরা অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলতে যান।
 
তখন অর্থমন্ত্রী বলেন, ‘আর কিছু স্টেটমেন্ট নাই। গভর্নর ফিরে আসলে আই উইল… স্টেটমেন্ট। সেটা আজও হতে পারে, কালও হতে পারে। কারণ সে কখন আসবে, তার কোনো ঠিক নাই।’
 
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হলেও আলোচনার ফলাফল সাংবাদিকদের বলেননি অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আই অ্যাম ওয়েটিং ফর আতিউর। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব বলেছিলাম, আলোচনা আমার হয়েছে।’
 
এদিকে ভারত থেকে ফিরে গভর্নর আতিউর রহমান বিকেলেই অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন- এমন খবরে গণমাধ্যমের কর্মীরা অর্থ মন্ত্রণালয়ে ভিড় করেন। তবে গভর্নরকে দেখা যায়নি।
 
আর এর মাঝেই সন্ধ্যায় অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলনের ঘোষণা আসে। তার একান্ত সচিব এসএম জাকারিয়া হক সাংবাদিকদের জানান মঙ্গলবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন হবে।
 
জানা যায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে ফিলিপাইনে স্থানান্তরিত ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ৪ কোটি ৬০ লাখ ডলার দেশটির ক্যাসিনোতে ঢুকেছে। এমন তথ্য দেয় সে দেশের বিনোদন কেন্দ্র ও ক্যাসিনো নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় সংস্থা ফিলিপাইন অ্যামিউজমেন্ট গেমিং করপোরেশন (পিএজিসি)। আর ওই সংস্থাকে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছ ফিলিপাইনের ইংরেজি দৈনিক ইনকোয়ারার।
 
নিউইয়র্কের ব্যাংকে গচ্ছিত বাংলাদেশের রিজার্ভ থেকে চুরি গেছে মোট ১০ কোটি ১০ লাখ ডলার (৮০৮ কোটি টাকা, প্রতি ডলার বিনিময় মূল্য ৮০ টাকা ধরে)। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার জমা হয় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) চারটি হিসাবে।
 
সেখান থেকে পরবর্তী সময়ে কয়েক হাত ঘুরে ওই অর্থের ৪ কোটি ৬০ লাখ ডলার (৩৬৮ কোটি টাকা) ক্যাসিনোতে গেছে বলে জানায় পিএজিসি। আর বাকি অর্থ কোথায় কী অবস্থায় রয়েছে, তা নিশ্চিত করা যাচ্ছে না বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া